প্রভাবিত করার চেষ্টা, বিজেপি বিধায়ককে এলাকাছাড়া করলেন মহিলারা
Trying to influence, the women made the BJP MLA leave the area

The Truth Of Bengal : এলাকাছাড়া বিজেপি বিধায়ক। দুর্গাপুরে বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইকে এলাকা থেকে বার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। বুথে পোলিং এজেন্টকে বাধা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি শুরু হয় দুর্গাপুরের ভিড়িঙ্গি এলাকায়। বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপির কর্মীরা। এলাকায় উত্তেজনা ছড়ায়।
পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগ, তাঁদের বিধায়ককে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। তৃণমূল অবশ্য পাল্টা দাবি করেছে, বিধায়ক বুথের সামনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন। সাধারণ মানুষ রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করলে বিধায়ক সেখান থেকে চলে যেতে বাধ্য হন।
অন্যদিকে, পাণ্ডবেশ্বরে ঢুকতে দেওয়া হল না বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। নিজের বিধানসভা এলাকার বাইরে তিনি বের হতে পারবেন না বলে জানায় পুলিশ। এই বিষয়ে জিতেন্দ্র বলেন, ‘আমাদের আটকানো হচ্ছে। প্রত্যেক এলাকায় আমাদের কর্মীদের বাধা দিচ্ছে পুলিশ। নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই আমি যাচ্ছিলাম পাণ্ডবেশ্বরে। অনুমতির কাগজ আমার কাছে আছে। পুলিশ তো তৃণমূলের ইশারাতেই চলে।’ ফোন করে নির্বাচন কমিশনে বিষয়টি জানান বিজেপি প্রার্থী এসএস অহলুওয়ালিয়া। জিতেন্দ্রর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। শাসক দলের দাবি, পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীনে আছে। সুতরাং তৃণমূল পুলিশকে নিয়ন্ত্রণ করছে বলে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন।