রাজ্যের খবর
Trending

পাওয়ার প্লে-তে এগিয়ে অধীর, তবে কি স্লগ ওভারে ‘খেলবেন’ পাঠান?

Impatient going forward in the power play, but send 'Khelben' in the slog over?

The truth Of Bengal : বহরমপুর সংসদীয় এলাকা তাঁর হাতের তালুর মতো চেনা। আগের পাঁচবারের সাংসদ তিনি। সকালে থেকেই তাঁকে মাঠে নামতে দেখা যায়। যেখান থেকে অভিযোগ এসেছে, সেখানে ছুটে যেতে দেখা যায় তাঁকে। বলা যায়, সকাল থেকে দাপিয়ে ব্যাট করতে থাকেন তিনি। পাওয়ার প্লে-তে অধীর জমাটি ব্যাট শুরু করলেও তুলনায় কিছুটা পিছিয়ে ‘খেলা’ শুরু করতে দেখা যায় তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে।

অধীর মাঠে নামার অনেক পরে ভোট দেখতে বের হন ইউসুফ। হোটেল থেকে বেরিয়ে বেলডাঙার বিভিন্ন বুথের দিকে রওনা দেন তিনি। পাওয়ার প্লে-তে অধীর এগিয়ে। তবে মারকাটারি ব্যাটার হিসেবে পরিচিত ইউসুফ পাঠান স্লগ ওভারে ভাল খেলতে অভ্যস্ত। তবে অচেনা মাঠে শুরুর দিকে তিনি অনেকটাই পিছিয়ে আছেন অধীরের থেকে।

সকালে বহরমপুরের একটি বেসরকারি হোটেলে থেকে বেরিয়ে বেলডাঙার উদ্দেশে রওনা দেন। সেখানে বিভিন্ন বুথ পরিদর্শন করবেন পাঠান।

Related Articles