বিনোদন

দাদা সাহেব ফালকে উৎসবে পুরস্কৃত ‘মেসবাড়ি’, বাংলা ছবির মুকুটে জুড়লো নয়া পালক

Mesbari Dadasaheb Phalke

The Truth of Bengal: বাংলা ছবির মুকুটে জুড়লো নয়া পালক। দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হল বাংলা ছবি মেসবাড়ি। খুব সাধারণ একটা মেস বাড়ির গল্প বলে এই ছবিটি। যে যুগে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে সিনেমার গল্প একে অপরকে টেক্কা দেওয়ার জন্য নতুন নতুন ছক নিয়ে আসছে দর্শকদের কাছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে একটা ছোট্ট মেজবারির মধ্যে কি কি ঘটনা হচ্ছে সেগুলো দর্শকদের সামনে তুলে ধরেছেন ছবির চিত্রনাট্যকার তথা পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত। একজন মানুষ যার কাছে আর কিছুই নেই শুধু ওই একটা একলা বাড়ি ছাড়া।

সেই বাড়িতেই জড়িয়ে আছে তাঁর পুরনো সংসার আর সন্তানের স্মৃতি। এখন সেই বাড়ি জুড়ে কিছু মানুষ থাকলেও তাঁর অতীত যেন তাঁকে কুড়ে কুঁড়ে খাচ্ছে।  এই ছবিতে এমনই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী খেয়ালি ঘোষ দস্তিদার। এছাড়াও তার সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে বিশ্বনাথ বসু ও দেবদূত ঘোষকে। এই ছবির সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আর গানে ছিলেন রূপঙ্কর বাগচী। ছবিটি বেশ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে একটি ওটি টি প্লাটফর্মে। ইতিমধ্যেই দ্যা টলিউড ইন্ডাস্ট্রি থেকে দর্শক মহল এমনকি নেট দুনিয়া, সব ক্ষেত্রেই প্রশংসা পেয়েছে।