রাজ্যের খবর
Trending

“চাকরি দুর্নীতিতে ফাঁসবেন তৃণমূলের এমপি-এমএলএরা” – তদন্তের আগেই বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

"Trinamool MP-MLAs will be exposed in job corruption before the investigation. Controversial comments of Dilip Ghosh!"- Controversial comments of Dilip Ghosh!

The Truth Of Bengal : প্রতিদিনই দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে আসছেন। কখনও মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করছেন কখনও আবার লাঠি-বাঁশ-তরোয়াল-হকিস্টিক নিয়ে হুঙ্কার দিচ্ছেন। ভোটটবাজারে বাজিমাত করছে বদলার হুঁশিয়ারি দিলীপ ঘোষের কণ্ঠে। এবার সেই দিলীপ ঘোষের মুখে শোনা গেল বিতর্কিত মন্তব্য,দুর্গাপুরে তিনি জানান,চাকরিদুর্নীতিতে ফাঁসবেন তৃণমূলের এমপি-এমএলএরা।

তদন্তের আগেই বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের।প্রশ্ন সিবিআইয়ের তদন্তের গোপনকথা দিলীপ ঘোষ বা বিজেপির নেতারা জানছেন কিকরে।এখানেই শেষ নয় দিলীপের মুখে শোনা যায়,মমতা বন্দ্যোপাধ্যায় ১৮দিন ধরে থাকলেও লোকসভায় ১৮টা সিট পাবে না তৃণমূল কংগ্রেস। বেনজির দাবি দিলীপের।

এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল।তাঁদের মতে,বিতর্কিত মন্তব্য করে শিরোনামে থাকা যায় মানুষের মনজয় করা যায় না।এই সহজসত্য কেন দিলীপ ঘোষ ঠেকেও শিখছে না।

Related Articles