বিজেপি সরকারকে উৎখাতের ডাক, কুলাঙ্গার বলে কটাক্ষ মোদী সরকারকে
Calling for the overthrow of the BJP government, Kulangar calls the Modi government sarcastic

The Truth of Bengal: একসময় সিপিএম যেভাবে অত্যাচার করত,বিরক্ত করত,সেভাবেই বিজেপি অত্যাচার করছে।সিপিএমের মতোই বিজেপির কুলাঙ্গার সরকারকে উত্খাত করবই। বীরভূমের সভায় মোদি সরকারকে তুলোধনা করে একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ধর্মীয় উস্কানিমূলক বিজ্ঞাপনেরও সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো। মমতার তোপ,মোদিবাবু বলছেন,বাংলায় ১৫টা সিট পাব, আগে ৫টা আসন পেয়ে দেখান। উনিশে বিজেপি উগ্র জাতীয়তাবাদের আবেগ উস্কে দিয়ে বাংলায় ১৮টা আসন পায়।এবারও তারা ৪২-এ ১৫টি আসন জেতার জন্য নানা কৌশল নিচ্ছে। কখনও সিএএ –এনআরসির মতোই মেরুকরণের আবেগে শান দিচ্ছে,কখনও ,সন্দেশখালি নিয়ে মিথ্যাচার করছে। এমনকি বাংলার দুর্নাম করার পাশাপাশি তাঁকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে নীচুমাণের রাজনীতিতেও নেমেছে,বিজেপি, বীরভূমের সভায় আরও সোচ্চার আর তীক্ষ্ম কণ্ঠে একথা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি শুধু বাংলার মানুষকে কষ্ট দেয়,অত্যাচার করে আর তৃণমূলের বদনাম করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।গরু-কয়লার বেনিয়মের ইস্যু নিয়েও বিজেপিকে বেঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের হাতে থাকা দুটো দফতরের দুর্নীতি সবার আগে প্রকাশ্যে আনা হোক বলে দাবি তোলেন তিনি।মমতার প্রশ্ন,কোথায় গেল পিএম কেয়ারের টাকা ? কোথায় গেল কোভিডের ইনজেকশনের টাকা ? কত টাকায় প্রতিরক্ষা চুক্তি হয়েছে ?এক গুচ্ছ প্রশ্ন তুলে ধরে নরেন্দ্র মোদিকে চড়া সুরে সভা থেকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি আরও বলেন,একসময় সিপিএম যেভাবে অত্যাচার করত,বিরক্ত করত,এখন বিজেপি সেই কাজটাই করছে।
তাই দিল্লির বিরোধীদের কণ্ঠরোধকারী,অত্যাচারী সরকারকে উত্খাতই যে তাঁর পাখির চোখ তাও স্পষ্ট করে দিয়েছেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী। ধর্মীয় মেরুকরণের স্পষ্ট উস্কানি দেওয়া হচ্ছে বিজেপির তরফে।একটি বিজ্ঞাপনে সনাতন বিরোধী প্রচারে নেমেছে তারা। রবিবার তিনি বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে প্রচারে এসে বলেন, ‘মিথ্যা কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে। আর নির্বাচন কমিশন বিজেপির কমিশন হয়ে কিছু দেখছে না, শুনছে না। ওরা বিচার না করলে আমরা আইনি পদক্ষেপ করব। তাঁর দাবি,কয়লা,গরু পাচার তো কেন্দ্রের হাতে রয়েছে।সেখানে যা দুর্নীতি,বেনিয়ম হচ্ছে সবটাই কেন্দ্রের প্রশয়ে।তৃণমূল কংগ্রেস কোনওভাবেই এই দুর্নীতিতে জড়িত নয় বলেও স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে মূল্যবৃদ্ধি,আমজনতার ওপর বোঝা চাপানো হয়েছে, করের নামে তাও উল্লেখ করেন তিনি।