রাজনীতি

‘আমরা স্টেশনে সাইকেল রাখি, উনি হেলিকপ্টার রেখেছেন’, মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপের

'We keep bicycles at the station, he keeps helicopters', Dileep attacked the Chief Minister

The Truth of Bengal: আবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের। রবিবার সকালে বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ কর্মী-সর্মথকদের নিয়ে অঙ্গদপুরের কেমিক্যাল কারখানা এলাকায় প্রাতঃভ্রমণে যা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন দিলীপ। বলেন, দিলীপ ঘোষ যখন মেদিনীপুরে ছিল তখন জঙ্গলমহলে ঘাঁটি গাড়তেন। ওখানে হারিয়েছি। এখন বর্ধমানে এসেছেন ঘাঁটি গেড়েছেন, হারাব। আমরা স্টেশনে যেমন সাইকেল রাখি, উনি তেমন হেলিকপ্টার রেখেছেন। যাই রাখুন বর্ধমানের মানুষ কেউ ভোট দেবে না।‘

রাজ্যের মানুষের নিঃশর্ত নাগরিকত্বের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকদার সভা থেকে সেই দাবি করেন। এদিন সেই প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে খোঁচা দেন দিলীপ। বলেন, ‘ওনার কি দরকার আছে। উনি অ্যাপ্লাই করে দিন। কোন দেশ নিঃশর্ত নাগরিকত্ব দিয়েছে? সেই লোকটা কোথা থেকে এসেছে, সে সন্ত্রাসবাদী কি না আমরা জানব না? যে তিনটে দেশের কথা বলা হয়েছে, সেখানকার সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে। কেউ যদি রাশিয়া থেকে এসে বলেন, তাঁকে নাগরিকত্ব দেওয়া হবে না। বাংলাদেশ থেকে এলেও পেয়ে যাবেন।‘

মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে দল। তারপর থেকে লাগাতার হুমকি ও কু-কথা বলে চলেছেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যা নিয়ে কমিশনে নালিশ করেছিলেন তৃণমূল। কমিশন শো-কজ করেছিল দিলীপকে। দিল্লি থেকে দলও তাঁকে শো-কজ করেছিল। থানায় FIR দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। তারপরও দমছেন না দিলীপ। এবার হেলিকপ্টার নিয়ে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে।

Related Articles