খেলা
Trending

বোর্ডের সদর দফতরে সাংবাদিক বৈঠক করবেন রোহিত আগরকর , জানুন সময়

Rohit Agarkar will hold a press conference at the board's headquarters, know the time

The Truth Of Bengal : শেষমেশ  ঘোষিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ।  জুনে হতে চলা এই বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে ১৫ জনের যে দল ঘোষণা করা হয়েছে সেই দলের নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা। সব ঠিক থাকলেও রীতি অনুযায়ী দল ঘোষিত হয়নি ।

রোহিত – আগরকর সংবাদমাধ্যমের সামনে এসে দল ঘোষণা করেননি। সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে কোন কোন খেলোয়াড় সুযোগ পেলেন । তবে এই দল ঘোষণার পর বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ রীতিমতো চমকে গিয়েছেন। এবার সেসব নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন রোহিত শর্মা। ১লা মে বিসিসিআই দপ্তরে ছুটি থাকার কারণে ‌ এই দিনটাকে বাদ দেওয়া হয়েছে তবে তারবদলে ২ রা মে সাংবাদিকদের মুখোমুখি হবে অজিত আগরকর ও রোহিত শর্মা। তখনই সে সব বিষয়ে আলোচনা হবে।

তাছাড়া সাংবাদিকদের মুখোমুখি না হতে পারার কারণ , রোহিত শর্মা ব্যস্ত ছিলেন আইপিএলের জন্য । লখনও সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স খেলার জন্য ব্যস্ত। রোহিত সাংবাদিকদের মুখোমুখি হতে পারেননি তবে এবার বোর্ডের সদর দপ্তরে মুখোমুখি হতে চলেছেন বলেই খবর।

Related Articles