IPL 2024

১৬ ওভারেই ম্যাচ জিতল আরসিবি!

The Truth Of Bengal: ৪৫ নম্বর ম্যাচে গুজরাট ২০০ করে। আরসিবির ম্যাচ জেতার জন্য দরকার ছিল ২০১ রান । ৯ উইকেটে জয় পেল আরসিবি । ৪১ বলে ১০০ করলেন উইল জ্যাকস। বিদ্ধংসী মেজাজে খেললেন তিনি । ১৬ ওভারেই জয়ী দল।

২০১ দরকার ছিল আরসিবির, তার আগেই জয়ী বিরাটের দল। পরপর দুটো জয় আরসিবির । নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোহলী আওয়াজে মাতোয়ারা দর্শকেরা। আইসিবির অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস আগেই আগেই আউট হন। তাতে সমস্যা হয়নি দলের । ১৬৬ রানের পার্টনারশিপ গড়া হল এই ম্যাচে, যা রেকর্ড। পয়েন্ট টেবিলে ১০ নম্বরেই রইল আরসিবি । তবে মোড় ঘুরতে পারে এই টুর্নামেন্টের। এদিনের জয়ের মহানায়ক উইল জ্যাকস।

 

 

Related Articles