বাড়ানো হল রাজীব কুমারের নিরাপত্তা, কেন এই নিরাপত্তা বৃদ্ধি ?
Rajeev Kumar's security has been increased

The Truth of Bengal: ভোটের কথা ঘোষণার পরই বেড়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্যের তত্পরতা।দেশের সব রাজ্যে সুষ্ঠু,অবাধ নির্বাচনে জোর দেওয়া হচ্ছে বলে দাবি কমিশনের।এরমাঝে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নিরাপত্তা বাড়ল। জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে রাজীব কুমারকে।মূলতঃ নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকায় এই নিরাপত্তার বহর বাড়ানো হয়েছে বলে কমিশনের তরফে আভাস মিলেছে।
এবিষয়ে আরও জানা গেছে,রাজীব কুমারের নিরাপত্তা নিয়ে একটি রিপোর্ট জমা পড়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে।আর্ন্তজাতিক স্তরে হুমকির কথা উঠে আসে।আইবির রিপোর্ট পেয়েই কমিশনের কেন্দ্রীয় অফিসে নজরদারি বেড়েছে।বাইরের কোনও সন্দেহভাজন ব্যক্তি যাতে প্রবেশ না করতে পারে তারজন্য আধা সামরিক বাহিনী বিশেষ নজর রাখছে।
আর রাজীব কুমারের জেড ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা বেশ লক্ষ্যণীয়। তিনি কেন্দ্র সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়মিত নিরাপত্তা পান । নিয়ম অনুযায়ী সেই নিরাপত্তাও বহাল থাকবে। এর পাশাপাশি তাঁকে দেওয়া হবে জেড ক্যাটাগরির নিরাপত্তা। সূত্রের খবর, মোট ২২ সিআরপিএফ জওয়ান নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে।