আন্তর্জাতিক

বিআরটিসি বাসের ধাক্কায় মৃত্যু এক শিশুর

A child died after being hit by a BRTC bus

The truth of bengal: বাসের ধাক্কায় এবার মৃত্যু একরত্তির। বৃহষ্পতিবার বিকেলে গুলিস্তানে দুটি বাসের মাঝে চাপা পড়ে মৃত্যু হয় বছর ৮-এর সুমনের। স্থানীয়রা জানিয়েছে, সুমন রাস্তায় ও বিভিন্ন বাসে উঠে নমাজ শেখার বই বিক্রি করত। অপরদিকে, পুলিশ জানাচ্ছে, বিকেল ৪টার দিকে গুলিস্তানের আহাদ পুলিশ বক্সসংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় পথচারীরা ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরীক্ষা–নিরীক্ষা করে চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এদিন বিকেলে আহাদ পুলিশ বক্সসংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনের রাস্তায় জৈনপুর এক্সপ্রেস নামে একটি বাসের পেছনে দাঁড়িয়ে ছিল। এ সময় বিআরটিসির একটি দ্বিতল বাস পেছনের দিকে এসে ওই শিশুটিকে জৈনপুর বাসের সঙ্গে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ওই শিশু। তবে, সন্তান মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন মা।

ছেলের মৃত্যুর খবর শুনে সুমনের মা জেবুন নাহার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, সুমনের বাবা দুই বছর আগে লিভার সিরোসিসে মারা গেছেন। পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন। সন্তানহারা এই মা বিলাপ করে বলতে থাকেন, ‘এখন আমি কী নিয়ে বাঁচব।’ স্বাভাবিকভাবেই ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles