৭.২ মাত্রার ভূমিকম্পে বিপর্যস্ত তাইওয়ান, জারি সুনামির সতর্কতা
Taiwan hit by 7.2 magnitude earthquake, tsunami warning issued

The Truth Of Bengal : সাত সকালে হঠাৎ কেঁপে উঠলো তাইওয়ান। বুধবার প্রবল ভূমিকম্পের জেরে তাইওয়ানের রাজধানী তাইপেই- তে একাধিক বহুতল একদিকে হেলে পড়েছে। কম্পন এর তীব্রতা ছিল ৭.৪। দমকল সূত্রে খবর, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা চার, তবে আহত এর সংখ্যা ৫০ এরও বেশি। ইতিমধ্যেই জাপান ও ফিলিপিন্সে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
🚨BREAKING: 7.5 magnitude earthquake in Taiwan #earthquake
The shaking was so bad that people commuting to work stopped.pic.twitter.com/jNgUZm9pMl— AJ Huber (@Huberton) April 3, 2024
ইউএসজিএস সূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকাল আটটা নাগাদ হঠাৎ কেপে ওঠে তাইওয়ানের তাইপেই। রিটার্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। এদিকে মার্কিন জিওলজিক্যাল সার্ভের দাবি ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫। ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা যাচ্ছে, এই কম্পনটি সৃষ্টি হয়েছে দক্ষিণে কোয়ালিন সিটি থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ভূগর্ভ থেকে ৩৪.৮ কিলোমিটার গভীরে। কিছুক্ষণের মধ্যেই জাপানের ইয়োনাগুনি আইল্যান্ডের বহুবারই ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের তীব্রতার জেরে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা চার এবং আহত এর সংখ্যা 50 এর বেশি। আর এই ভূমিকম্পের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
🚨BREAKING: 7.5 magnitude earthquake in Taipei, Taiwan just moments ago #earthquakepic.twitter.com/mLD6DpNZw8
— AJ Huber (@Huberton) April 3, 2024
এরপর, একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তিন মিটার বা ৯.৮ ফুট উচ্চতা অব্দি সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। উপকূলবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের এলাকার ছেড়ে কোন সুরক্ষিত স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জাপানের ওকিনাওয়া উপকূল থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ১৯৯৯ সালের পরে দীর্ঘ ২৫ বছর পর এবার ফের এক ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থাকলো তাইওয়ান।
There was just an earthquake in taiwan about 20 mins ago. #taiwanearthquake #taiwan pic.twitter.com/xZ1zVeZdmV
— Tina Tsai – Oh Snap! Let’s Eat! (@ohsnapletseat) April 3, 2024