ভিভিপ্যাট নিয়ে কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের! ভিভিপ্যাট স্লিপ কী এবার গণনা হবে?
Supreme Court notice to the Commission on VVPAT!

The Truth Of Bengal: সব কেন্দ্রের ভিভিপ্যাট স্লিপ কী এবার গণনা হবে? ২৪ লক্ষ ভিভিপ্যাট কেনা হলেও কেন গণনা মাত্র ২০ হাজার? এক জনস্বার্থ মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের। সমস্ত বুথের ভিভিপ্যাট স্লিপ যাচাই করা যায় কিনা সে বিষয়ে কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের।
ভিভি প্যাট মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ ধরালো সুপ্রিমকোর্ট। কেন বাছাই করা কিছু কেন্দ্রের ভিভিপাট গণনা হয় তা নিয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিতে বলল সুপ্রিম কোর্ট। ২৪ লক্ষ ভিভি প্যাট কেনা হলেও গণনার সময় মাত্র ২০ হাজার ভিভি প্যাটের স্লিপ যাচাই করা হয়। এই নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা দায়ের করেন আইনজীবী অরুন কুমার আগরওয়াল। তার প্রশ্ন, পাঁচ হাজার কোটি টাকা খরচ করে ২৪ লক্ষ ভিভি প্যাট কিনেছে জাতীয় নির্বাচন কমিশন। তাহলে কেন মাত্র ২০ হাজার ভিভিপ্যাটের স্লিপ যাচাই করা হবে?
এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে। ওই নোটিশে জাতীয় নির্বাচন কমিশনের কাছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে ১০০ শতাংশ ভিভি প্যাট স্লিপ যাচাই করা যায় কিনা তা দেখার জন্য। দ্রুত সেই রিপোর্ট দিতে বলা হয়েছে নির্বাচন কমিশনকে। কমিশন সাধারণত প্রত্যেকটি বিধানসভা এলাকার পাঁচটি ইভিএম এর ভিভিপ্যাট স্লিপ যাচাই করে দেখে ভোট গণনার সময়। সুপ্রিম কোর্টের পাঠানো নোটিশ এ জাতীয় নির্বাচন কমিশন কী জবাব দেয় সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল। দীর্ঘদিন ধরেই বিরোধী রাজনৈতিক দলগুলি সমস্ত বুথের ভিভিপ্যাট যাচাইয়ের দাবি জানিয়ে আসছে। ইভিএম নিয়ে বিভিন্ন সময়ে যে অভিযোগ সামনে আসে, সমস্ত বুথের ভিভিপ্যাটের স্লিপ গননা হলে সন্দেহ দূর হবে বলে মনে করে রাজনৈতিক ওয়াকিকিবহাল মহল। তবে কমিশনের পক্ষ থেকে এই দাবির মান্যতা পায়নি। সুপ্রিম কোর্টের নোটিশের পর কমিশন কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।