আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, দুর্ঘটনায় মৃত্যু হল ভারতীয় তরুণীর
A terrible road accident in America, an Indian girl died in the accident

The Truth of Bengal: আমেরিকার পেনসিলভ্যানিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় তরুণীর। মৃত ওই তরুণী দিল্লির বাসিন্দা। বয়স মাত্র ২১ বছর। মৃত তরুণীর নাম আর্শিয়া জোশি। গত ২১ মার্চ এক পথ দুর্ঘটনায় প্রাণ গেছে তার। ঘটনার খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েছেন আর্শিয়ার পরিবারের সদস্যেরা। ইতিমধ্যেই নিউ ইয়র্কে থাকা ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ ভারতে পাঠানোর চেষ্টা চালাচ্ছে।
গতবছরই দিল্লি থেকে স্নাতক হন আর্শিয়া। তারপরেই চলে আসেন আমেরিকার পেনসিলভ্যানিয়ায়। নিউ ইয়র্কে থাকা ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে মৃত ওই তরুণীর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তারা জানান মৃতদেহ ভারতে মাটিতে ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসনের সঙ্গেও আলোচনা করা হচ্ছে। আমেরিকায় থাকা এক সেচ্ছাসেবী সংগঠনও আর্শিয়ার মৃতদেহ ভারতে আনার ক্ষেত্রে চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। এই স্বেচ্ছাসেবী সংস্থার নাম ‘টিম এইড’। এদের কাজই হল আমেরিকায় আসা বিদেশীদের সাহায্য করা। সেই জন্য ভারতীয় এই তরুণীর মৃতদেহ ঠিক মত ভারতে পৌছনোর ক্ষেত্রে তারাও উঠে পড়ে লেগেছে।