দিনহাটায় ২৪ ঘণ্টা বন্ধ, দোকানপাট বন্ধ , রাস্তাঘাট শুনশান
24 hours closed, shops are closed, roads are deserted

The Truth Of Bengal : নির্বাচন প্রচারের মধ্যেই বাড়ছে কোচবিহারের উত্তেজনা। মঙ্গলবার রাতে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয় প্রান্তিক জেলা।অভিযোগ,রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ-র কনভয়ে হামলা চালায় বিজেপি কর্মীরা। তৃণমূল কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়লে দুপক্ষের মধ্যে বেঁধে যায় তুমুল সংঘর্ষ।
বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে সরব উদয়ন গুহ। দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে এপর্যন্ত মেলা তথ্যে জানা গেছে। এদের মধ্যে একজন গুরুতর আহত। সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশও। মহকুমা পুলিশ আধিকারিকেরও মাথা ফেটেছে । তার মাঝে ২৪ঘন্টা দিনহাটা বনধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। বন্ধ রয়েছে দোকানপাট। পাশাপাশি , যানবাহন চলাচলও সেভাবে করছে না। সংঘর্ষের ফলে রাস্তাঘাট শুনশান,দেখা নেই টোটো,অটোর।
এই সংঘর্ষের ফলে সব জায়গাতেই রয়েছে বাড়তি নজরদার । পাশাপাশি, পুলিশ -প্রশাসন উত্তেজনা এড়াতে নজরদারি রেখেছে এলাকায় । আর এই সংঘর্ষের মাঝেই বিজেপির গাজোয়ারি রাজনীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জেলাজুড়ে প্রচারে নামতে চায়। ভোট ঘোষণার পরেও কেন নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রীর সমস্ত সুযোগ পাচ্ছেন,কেন তিনি হুটার বাজানো গাড়ি ব্যবহার করছেন এই নিয়ে প্রশ্ন তুলেছেন উদয়ন গুহ।
Free Access