
The Truth Of Bengal: এক রাতের মধ্যেই ১৫টি কঙ্কাল চুরি ! অবাক হচ্ছেন তো ? আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এবার এমনটাই ঘটল পাবনার বেড়া উপজেলার আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে।
সূত্রের খবর অনুযায়ী, কবরস্থানে থাকা ১৫টি পুরোনো কঙ্কাল চুরি করেছে চোরেদের দল। মঙ্গলবার সকালে ঘটনাটি সকলের চোখে পড়তেই দ্রুত খবর দেওয়া হয় নিকটবর্তী পুলিশ স্টেশনেও। দ্রুত গ্রেফতারির দাবি জানান তারা। স্থানীয়দের বক্তব্য, মঙ্গলবার ভোরবেলা কয়েকজন কবরস্থানে যান। সেখানেই গিয়েই দেখেন ১৫টি কবর ফাঁকা। সেখান কঙ্কাল বা মৃতদেহের কোনও নাম-নিশানা নেই।
অবশ্য, প্রত্যক্ষদর্শী এক ব্যক্তির বক্তব্য অনুযায়ী- “সাহ্রি খেয়ে ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো আজও ভাইয়ের কবর জিয়ারত করতে গেছিলাম। সেখানে গিয়ে দেখি, একটি ট্রাক কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে। পাবনার কবরস্থান থেকে চুরি গেল ১৫টি কঙ্কাল