রাশিয়ায় পাড়ি ‘একেনবাবু’-র, কবে আসছে নতুন সিরিজ
'Ekenbabu' moved to Russia, when is the new series coming?

The Truth Of Bengal: প্রতিবছর দুর্গা পূজোকে পাখির চোখ করে টলিপাড়ার নির্মাতাদের মধ্যে হতে থাকে একেবারে হাড্ডাহাড্ডির লড়াই। কেউ এক চুলও জমি ছাড়তে নারাজ। এমতাবস্থায় বহু ছবি পুজোর বক্স অফিসের লড়াইতে নাম লিখিয়েছে। আর সেই লড়াইতে নাম নথিভুক্ত করলেন একেনবাবু।
এই প্রথমবার নতুন ছবি শুটিংয়ের জন্য এটিএন বাবুকে রাশিয়ায় পাড়ি দিতে হচ্ছে। জানা যায়, মাসের শেষে রাশিয়ায় পাড়ি দেবে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের একটি বিশেষ দল। তারপর রাশিয়াতে জুনেই শুরু হবে একেনের নতুন ছবির শুটিং। এই প্রথমবার পুজোয় মুক্তি পেতে চলেছে একেনবাবুর নতুন ছবি। তবে এই নতুন ছবির নাম কী? তা জানাতে নারাজ পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। তবে এই নতুন ছবিটি পুজোর বাজারে দর্শকদের আকর্ষণ করবে এমনটাই সূত্রের খবর। সিরিজের নির্মাতারা এই ছবিতে কোন খুঁত রাখতে চাইছেন না। এই পরিস্থিতিতে যদি পোস্ট প্রোডাকশনের কাজ সময়মতো শেষ না হয় তাহলে আগামী বড়দিনেও মুক্তি পেতে পারে এই ছবিটি।
প্রসঙ্গত, প্রতিবছর পূজোয় বিভিন্ন চলচ্চিত্র পরিচালকেরা দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হন। তাই আগামী পুজোতেও সোহম চক্রবর্তী প্রযোজিত এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ‘শাস্ত্রী’ থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং দেব-রুক্মিণী অভিনীত ‘টেক্কা’ র মুক্তির সাথে একেনবাবুর নতুন সিরিজ মুক্তির সম্ভাবনাও রয়েছে। এত সিনেমার ভিড়ে কোন ছবিটি দর্শকদের মনে একটু বেশি জায়গা করে নেয় সে টাই এখন দেখার!
FREE ACCESS