বিনোদন
Trending

‘আলিয়া ভাট বললেই পড়তে বসবো’, বায়না পূরণে কী করলেন অভিনেত্রী

'If Alia Bhatt says I will sit to read', what did the actress do to fulfill the seriousness

The Truth Of Bengal: প্রিয় তারকাদের নিয়ে অনুরাগীদের বরাবরই একটি উন্মাদনা থাকে। আর তা বহুবার প্রমাণ হয়েছে বহুভাবে। কখনো মাইলের পর মাইল হেঁটে, আবার কখনো বহুদূর থেকে সাইকেল চালিয়ে অনুরাগীরা আসত একবার তাদের প্রিয় তারকাদের স্বচক্ষে দেখতে। কিন্তু এবার সামনে এল এক অন্যরকম দৃশ্য। সম্প্রতি আলিয়া ভাটের ফ্যান পেজ থেকে একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কেরালার এক পড়ুয়া লন্ডনে ‘পোচার’-এর স্ক্রিনিং থেকে অভিনেত্রী আলিয়া ভাটের এক ভিডিও পোস্ট করে সেখানে লিখেছেন- “আলিয়ার থেকে উত্তর পেলেই বোর্ড পরীক্ষার প্রস্তুতি শুরু করব।”

অনুরাগীর এমন আবদার নজরে পড়তেই ফিরিয়ে দিতে পারলেন না অভিনেত্রী। সেই পোস্টেই তিনবার হাসির ইমোজি দিয়ে উত্তর দিলেন আলিয়া ভাট। যা দেখে ওই ফ্যানপেজের কমেন্ট বক্সে একেবারে শোরগোল পড়ে গিয়েছে।

প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় কয়েকদিন ধরেই ট্রেন্ড চলছে প্রিয় তারকার থেকে কমেন্ট পেলেই পড়াশুনা করব নইলে নয়। হাজার হোক, বোর্ড পরীক্ষার পড়া বলে কথা। তাই ভক্তদের এমন বায়না দেখে কেউই মুখ ফেরাতে পারছেন না।

FREE ACCESS

Related Articles