রাজনীতি

তবে কী জল্পনার অবসান! আবারও ঘাটালের প্রার্থী হচ্ছেন দেব!

Dev is again a candidate

The Truth of Bengal: তবে কী জল্পনার অবসান! আবারও প্রার্থী হচ্ছেন দেব! তৃণমূল সূত্র এমনই দাবি করছে। শনিবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে প্রায় এক ঘণ্টা বৈঠক হয় দেব ও অভিষেকের মধ্যে। বৈঠক শেষ করে দেব সোজা পৌঁছে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের সঙ্গে সাক্ষাতের পর বরফ গলেছে।

এবারও ঘাটাল থেকে প্রার্থী হতে রাজি হয়েছেন দেব। তবে বৈঠক শেষে কেউই মুখ খোলেননি। সংবাদমাধ্যমের প্রশ্নের কোন জবাব দেননি বাংলা সিনেমার এই মেগাস্টার। এই বিষয়ে কোন কথা বলেননি অভিষেকও। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনস্থিত দলীয় কার্যালয়ে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূল সুপ্রিমো। ওই বৈঠকে হাজির ছিলেন দেব।

সূত্রের খবর, ওই বৈঠকে মমতা দেবকে গুড বয় বলেছিলেন। পরবর্তীতে সিনেমায় বেশি মনোনিবেশের জন্য রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দেন। এই নিয়ে জোর চর্চা শুরু হয় বিভিন্ন মহলে। দেব রাজনীতি ছাড়ছেন বলে প্রচার ছড়িয়ে পড়ে। সংসদেও দেবের আবেগপূর্ণ মন্তব্য তাঁর রাজনীতি ছাড়ার জল্পনাকে বাড়িয়ে দিয়েছিল। এমন প্রেক্ষাপটের মধ্যে শনিবারের বৈঠক। বরফ গলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles