লক্ষ্য এবার ফাইনাল, ছ’বছর পর সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল
East Bengal in the Super Cup final after six years

Bangla Jago Desk : কলিঙ্গ সুপার কাপে ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। সেমিফাইনালে জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারায়। সেমিফাইনালে আগ্রাসী মেজাজ নিয়ে খেলে ছ বছর পর আবার সুপার কাপ এর ফাইনালে উঠলো লাল হলুদ ব্রিগেড। আগের ম্যাচে মোহনবাগানকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে লাল হলুদ শিবির। আর সে কারণে সেই আত্ম বিশ্বাসের ছাপ দেখা গেল এই ম্যাচে। আর একটা ধাপ সফলভাবে পার হতে পারলেই ট্রফি আসবে লাল হলুদ শিবিরে। যার অপেক্ষায় রয়েছেন বহু সমর্থক।
দীর্ঘদিনের ট্রফির খরা কাটাতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ এবার পরবর্তী ধাপ অর্থাৎ ফাইনাল নিয়ে রণকৌশল সাজানো শুরু করবেন। এদিনের ম্যাচে গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ইস্টবেঙ্গল খেলোয়াড়রা। গোল করেছেন, তবে এবার নিজেরা কোন গোল খায়নি। এর আগে ২০১৮ সালে শেষ বার সুপার কাপের ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। তার পর ২০২৪। এবার যেন তারা ট্রফি জয় করবেন্ই । এমনই মনোভাবে খেলা শুরু করেছিল সেমিফাইনালে।দ্বিতীয়ার্ধের শুরুতেই ইস্টবেঙ্গল যে এভাবে আক্রমণ শানাবে, তা জামশেদপুরের ফুটবলাররা আঁচ করতে পারেননি।
ইস্টবেঙ্গলের প্রথম গোলটি এসেছিল হিজাজির পা থেকে। রুদ্ধশ্বাস এই ম্যাচে ইস্টবেঙ্গল জিতে যেমন ফাইনালে উঠলো তেমনি জামশেদপুর এফসি হেরে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল । এ কথা একবাক্যেই সকলের স্বীকার করছেন চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে সেই আত্মবিশ্বাসের প্রতিফলনই দেখা গেল গেছে। এর পরবর্তী ম্যাচেও সেই আত্মবিশ্বাস যেন দেখা যায় সে কারণে ফের রণকৌশল সাজাবে কুয়াদ্রত।
FREE ACCESS