বক্স অফিসে হোঁচট ‘মেরি ক্রিসমাস’এর, হনুমান জ্বরে কাবু সিনেপ্রেমীরা
Hanuman merry christmas box office

The Truth of Bengal: হাড্ডাহাড্ডি লড়াই দিয়েও ফিকে রইল মেরি ক্রিসমাস হনুমানের ঝড়ে।মুক্তির পর ভাল ব্যবসা করতে ব্যর্থ শ্রীরাম রাঘবনের এই ছবি। পরিসংখ্যান বলছে মুক্তির পর প্রথম সপ্তাহে হনুমান ৯৯.৮৫ কোটি টাকা আয় করেছিল। যার মধ্যে সবচেয়ে বেশি টাকা এসেছে তেলুগু ভার্সন থেকে; হনুমান-এর হিন্দি ভার্সনও ৭ দিনে ২৪.৫ কোটির ব্যবসা হাঁকিয়েছে, যা মেরি ক্রিসমাসের সব ভাষার ৯ দিনের কালেকশনের চেয়েও বেশি। নবম দিনে, হনুমান প্রাথমিক তথ্য অনুসারে সব ভাষা থেকে মোট ১৪.২৫ কোটি টাকা আয় করেছে। এর জেরেই এখনও পর্যন্ত ছবিটি আয় করেছে ১১৪.১০ কোটি টাকা।
অন্যদিকে শ্রীরাম রাঘবনের ছবি মেরি ক্রিসমাসের ক্ষেত্রে সফল হল না ভাগ্য। মুক্তির দিনে ছবি খাতাই খোলে মাত্র ২.৪৫ কোটি দিয়ে। এরপর শনিবারে তা বেড়ে হয় ৩.৪৫ কোটি। রবিবারে ৩.৮৩ কোটির ব্যবসা করে মেরি ক্রিসমাস। সোমবার ছবির আয় মাত্র ১.৬৫ কোটি।
প্রসঙ্গত, মেরি ক্রিসমাস ছবিটিকে ঘিরে প্রপ্তহম থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল চরমে, মুল আকর্ষণ হিসেবে কাজ করেছিল ক্যাটরিনা ও বিজয় সেতুপতির জুটি। কিন্তু সেই জুটি কার্যত বলা যায়, বক্স অফিসে কামাল দেখাতে পারলো না।