পাক ক্রিকেটে ফের জটিলতা, সম্ভাবনা কোচ বদলেরও …
Complexity again in Pak cricket, possibility of coach change

The Truth Of Bengal: বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর নানা রকম পরিবর্তন হয়েছে পাকিস্তান ক্রিকেটে। তারপরেও জয়ের দেখা নেই। সঙ্গে তৈরী হয়েছে নতুন সমস্যা। কোচের দায়িত্ব নেওয়া মহহ্মদ হাফিজ়কে নিয়ে এবার নতুন সমস্যা তৈরী হয়েছে । তার প্রশিক্ষণেও দল জিততে পারছে না উপরন্তু হারছে । তার কাজে খুশি নয় খেলোয়াড়রা । পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে বলেই খবর ।
পাকিস্তান ক্রিকেট দলের যেন অস্থিরতা থামছেই না। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর নানা রকম সমস্যা তৈরি হয়েছে পাকিস্তান ক্রিকেট দলে। একের পর এক পরিবর্তন করেও নেই কোন সুরাহা। এবার ফের নতুন সমস্যা তৈরি হয়েছে পাক দলে। জানা যাচ্ছে কোচের পদে থাকা হাফিজ কে নিয়ে খুশি নন পাক দলের ক্রিকেটাররা। বেশ কিছু পরিবর্তন করে টি-টোয়েন্টি দলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল শাহিন আফ্রিদিকে। তার পরেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টেস্টেই হারে পাকিস্তান । নিউজ়িল্যান্ডের বিপক্ষে ফলাফল ভালো নয় । তাদের বিরুদ্ধেও প্রথম দু’টি টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান ।
বিশ্বকাপের পরেই দলের ডিরেক্টর হিসাবে দায়িত্ব দেওয়া হয় হাফিজ়কে । কোচ হিসাবেও তিনিই রয়েছেন । তার নেতৃত্বেই বিশ্বকাপের পর খেলছে পাক দল। একের পর এক ম্যাচে হেরে ক্রিকেটাররা তার পারফরম্যান্সে খুশি নয় । সে কারণে হাফিজকে নিয়ে তৈরি হয়েছে বেশ বড়সড় সমস্যা। কোচের নেতৃত্বে তারা কোনও ম্যাচ জিততে পারছে না । উপরন্তু হারছে সেকারণে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে বলেই খবর ।
বিশ্বকাপে ভরাডুবির পর নানা রকম পরিবর্তন করা হয় দলে । ভাবা হয়েছিল পরের ম্যাচগুলোতে জয়লাভ করতে পারবে পাক দল। তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। টিমে পরিবর্তন করেও যে কোন লাভ হয়নি তা বুঝতে পারছেন পাকিস্তান খেলোয়াড়রা।
Free Access