
The Truth of Bengal: পশ্চিম ভারত থেকে বিহার পর্যন্ত শৈত্য প্রবাহের সতর্কতা। কাঁপছে দিল্লি। মরশুমের শীতলতম দিন কলকাতাতে। গ্রাউন্ড-ফ্রস্ট রাজস্থান ও উত্তরাখন্ডে। পৌষ সংক্রান্তির আগেই হু হু করে নামছে পারদ। কলকাতায় দুই রাতে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমলো। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ভারত থেকে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর বিদায় পর্ব শুরু হবে ১৫ই জানুয়ারি। মাঘ মাসের শুরুতেই দ্বিতীয় বর্ষার বিদায় পর্ব দক্ষিণ ভারত থেকে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ১৬ই জানুয়ারি মঙ্গলবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। কলকাতায় ১২ ডিগ্রির ঘরে নেমে গেছে পারদ। পশ্চিমের জেলা গুলিতে দশের নিচে পারদ। পৌষ সংক্রান্তির আগেই অনেকটাই কমল তাপমাত্রা। ৪-৫ দিনের শীতের স্পেল। শীতের নতুন স্পেল। মঙ্গলবার পর্যন্ত স্পেল হওয়ার সম্ভাবনা। ডিসেম্বরে দশ দিনের স্পেল ছিল। মেঘলা আকাশের সম্ভাবনা; বাড়বে তাপমাত্রা। বুধবার বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে বুধবারের মধ্যে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে। আগামী সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। এই প্রথম এবারে ১২ ডিগ্রি সেলসিয়াসে কলকাতার তাপমাত্রা। আগামী দু তিন দিন একই রকম থাকবে তাপমাত্রা।
শীতের এই মরসুমে শীতলতম দিন কলকাতায়। উত্তুরে হাওয়ার দাপট বাড়ল। আরো নামলো পারদ। মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৬ শতাংশ। আগামী ৪৮ ঘন্টায় কোল্ড ওয়েব বা শৈত্য প্রবাহের সতর্কবার্তা রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এবং দিল্লিতে। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় কোল্ড ডে পরিস্থিতিও থাকবে বেশ কিছু এলাকাতে। বিহারেও শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। শৈত্য প্রবাহ এবং শীতল দিনে কাঁপছে দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারত। জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিমের পার্বত্য এলাকাতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। শুক্র ও শনিবার অর্থাৎ আজ ও কাল এবং ১৬ থেকে ১৮ই জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর মোজাফফরাবাদ লাদাখ হিমাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। রাজস্থান ও উত্তরাখন্ডে গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে।