আন্তর্জাতিক

ভুটান নির্বাচনে জয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী

Bhutan's former prime minister has won the parliamentary elections

The Truth of Bengal: ভুটানে অনুষ্ঠিত হল জাতীয় পরিষদে নির্বাচন। ২০০৮ সাল থেকে রাজতন্ত্রের পরিবর্তে এই দেশে সংসদীয় সরকার চালু হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় ভুটান। গণতন্ত্র ফেরার পর ভুটানে জাতীয় পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এল পিপলস ডেমোক্রেটিক পার্টি। দেশের অন্যতমও রাজনৈতিক দল টেনড্রেল পার্টিকে পরাজিত করে ক্ষমতায় এসেছেন শেরিং তোবগেরদল। ভুটান নির্বাচনে ফের দ্বিতীয় বার জয় লাভ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেরিং তোবগের। বৌদ্ধ সংখ্যা গরিষ্ঠ এই দেশে দীর্ঘ ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এর আগে তিনি রাজত্ব করে এসেছেন।

পিপলস ডেমোক্রেটিক পার্টির এই নেতা নির্বাচনে দেশের প্রায় দুই তৃতীয়াংশ আসন পেয়েছে। নির্বাচনে জনসাধারণের সমর্থনে এই স্বীকৃতি পেয়েছে এই দল। ভুটানের জাতীয় পরিষদের নির্বাচনে  প্রায় ৫ লক্ষ ভোট দিয়েছে জনতা।  সেখানে জাতীয় পরিষদের ৪৭  টি আসনের মধ্যে ৩০ টি আসন পেয়ে জয়লাভ করেছে পিপলস ডেমোক্রেটিক পার্টি। বাকি ১৭  টি আসন পেয়েছে ভুটান টেনড্রেল পার্টি। ভুটানে এই নির্বাচন ছিল চতুর্থ নির্বাচন। এর আগে ২০০৮ সালের আগে পর্যন্ত ভুটান প্রচলিত ছিল ঐতিহ্যবাহী রাজতন্ত্র।

২০০৮ সাল থেকে এই দেশ রুপান্তরিত হয়েছে সংসদীয় গণতান্ত্রিক সরকার। ভারতের প্রতিবেশি এই  দেশের নির্বাচনে জয়লাভ পাওয়ার পর শেরিং তোবগেকে সুবেচ্ছা বার্তা পাঠিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয়লাভের পর শেরিং তোবগের প্রথম প্রতিক্রিয়া জনগণের সার্বিক উন্নয়নের কাজে সব চেয়ে বেশি নজর দেবেন তিনি। সাধারণ মানুষের পাশে থাকবে সরকার। ভারতের প্রধানমন্ত্রীর সুবেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত তিনি। দুই দেশের বৈদেশিক সম্পর্ক আরও বন্ধুত্ব পূর্ণ হবে বলে জানিয়েছেন শেরিং তোবগে।

Related Articles