খেলা

বিশ্বকাপে ভরাডুবির পর নানান পরিবর্তন হয়ে চলেছে পিসিবির অন্দরে, সহ-অধিনায়কও বদলে ফেলল পাকিস্তান

Pakistan changed the vice-captain

The Truth Of Bengal : ওডিআই বিশ্বকাপে পাকিস্তান দল ছিটকে যাওয়ায় দলের ভিতরে চলছে পরিবর্তন। বাবর আজমকে অধিনায়কত্বের পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আগেই। ক্রিকেটার থেকে ক্রিকেট বোর্ডের কর্তাদেরকে তীব্র কটাক্ষ হজম করতে হয়েছে। এই পরিস্থিতিতে এখনো চলছে সেই পরিবর্তন। বাবরের ডেপুটি শাদাবকে এবার সরিয়ে দেওয়া হল। সেই জায়গায় নিয়ে আসা হয়েছে রিজওয়ানকে।

১২ই জানুয়ারী থেকে শুরু হচ্ছে ম্যাচ, তার আগে এই পরিবর্তন বড়সড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজখেলবে তারা। এর আগে সহ অধিনায়কের দায়িত্ব থেকে শাদাব খানকে সরানো হয়েছে তার পাশাপাশি উইকেট কিপার মহহ্মদ রিজওয়ান কেউ না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এবার শাহিন শাহ আফ্রিদির সহকারী রিজওয়ান। টি-টোয়েন্টিতে শাদাবের জায়গায় শাহিন আফ্রিদিকে অধিনায়ক করা হয়েছে।

বিশ্বকাপের পরেই তুমুল উত্তেজনা তৈরি হয় পাকিস্তানের এবং বাবর আজমও অধিনায়কত্বের পদ থেকে সরে যান এই পরিস্থিতিতে এখন সামনে যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচের দিকে বেশ নজর রয়েছে পাক বোর্ডের। ম্যাচে ভরাডুবির পর যাতে নতুন করে আর হারতে না হয় সে কারণে নানা রকম ভাবনা চিন্তা চলছে টিমটাকে শক্তিশালী গঠন করার চেষ্টা করা হচ্ছে সেখানেই নতুন প্রজন্মদেরকে সুযোগ দেওয়ার ভাবনা রয়েছে পাক বোর্ডের।

 

FREE ACCESS

Related Articles