
The Truth of Bengal: ওডিআই বিশ্বকাপে টিম ইন্ডিয়া ফাইনাল পর্যন্ত পৌঁছালেও ফাইনাল ম্যাচ আর জিততে পারেনি।রোহিত শর্মা কি বিশ্বকাপে থাকছেন ? যদিও সামনে রয়েছে আইপিএল , সেই আইপিএল কে পাখির চোখ করেছে বহু খেলোয়ার। এদিকে বিসিসিআইও চাইছে আইপিএলে কোন খেলোয়ার কেমন পারফর্ম করে তার উপরে ভিত্তি করেই বিশ্বকাপের দল ঘোষণা করবে। তার আগেই এবার স্টার স্পোর্টসের তরফ থেকে যে ছবি পোস্ট করা হয়েছে যে ছবিতে দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়াকে এবং পাকিস্তানের শাহিন আফ্রীদিকে।
বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের সূচি প্রকাশ করা হলেও বোর্ডের তরফে দল ঘোষণা করা হয়নি। তার আগেই স্টার স্পোর্টসের তরফ থেকে এই পোস্টার জল্পনা নতুন করে উসকে দিয়েছে। আদৌ কি রোহিত শর্মাকে বিশ্বকাপে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনার মধ্যে ফের নতুন জল্পনা। তবে বিসিসিআই এখনো এ বিষয়ে কিছু জানায়নি। তাই বিসিসিআই এর তরফ থেকে দল ঘোষণা না হওয়া পর্যন্ত এ বিষয়ে বলা মুশকিল।
এর আগেই জানা গিয়েছিল কয়েকজন খেলয়ার চোট আঘাতে কাবু হ্ওয়ায় তাদের সুস্থ হতে সময় লাগবে এবং সুস্থতার পর তাদেরকে একেবারে আইপিএলেই পাওয়া যাবে। ফলত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই আইপিএল বেশ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের খেলা গুলো দেখেই বিচার করা হবে কে কেমন পারফর্ম করছে তার ভিত্তিতেই দল গঠন করা হবে। এবার সেই দলে রোহিত থাকবে কি থাকবে না তা বোঝা যাবে আইপিএলের পরেই । ২০২২ সালের পর রোহিত শর্মা আর টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি , তবে স্টার স্পোর্টসের পোস্টার অনুযায়ী টি-টোয়েন্টিতে দেখা যাবে না রোহিত কে।