বিনোদন
টিআরপি তালিকায় তুমুল লড়াই! জগদ্ধাত্রী না নিম ফুলের মধু? শেষ হাসি হাসলো কে?

বাংলা টেলিভিশনের পর্দায় চলমান ধারাবাহিকগুলির জনপ্রিয়তার মাপকাঠি হল টিআরপি তালিকা। এই তালিকায় শীর্ষে থাকা ধারাবাহিকগুলিই দর্শকদের কাছে সবচেয়ে বেশি পছন্দের। তবে বিগত কয়েক সপ্তাহ যাবত বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা বেশ চমকপ্রদ হয়ে উঠেছে।
গত কয়েক সপ্তাহ ধরে বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় শীর্ষস্থানে রয়েছে দুটি ধারাবাহিক, জগদ্ধাত্রী এবং নিম ফুলের মধু। এই দুই ধারাবাহিকই দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জগদ্ধাত্রী ধারাবাহিকে।
তৃতীয় স্থানে থাকতে পারে ফুলকি, সন্ধ্যা তারা, তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকগুলি। চতুর্থ স্থানে থাকতে পারে কোন গোপনে মন ভেসেছে, Love বিয়ে আজকাল, আলোর কোলে ধারাবাহিকগুলি। পঞ্চম স্থানে থাকতে পারে তুঁতে, মন দিতে চাই ধারাবাহিকগুলি।