আন্তর্জাতিক
Trending

টোকিওর ট্রেনে ছুরির হামলা, আহত ৩, মহিলাকে আটক পুলিশের…

Knife attack on Tokyo train, 3 injured, woman detained by police...

The Truth Of Bengal: ট্রেনের মধ্যে আচমকা ছুড়ি নিয়ে হামলা চালায় এক মহিলা। ছুরির আঘাতে আহত হয়েছে ৩ জন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে । ঘটনাটি ঘটেছে জাপানের রাজধানী টোকিওর এক ট্রেনে। হামলাকারী মহিলাকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ছুড়ি নিয়ে হামলার ঘটনা ঘটেছে জাপানে। জাপানের রাজধানী টোকিওয় আকিহাবারা স্টেশনে ট্রেনে ছুড়ি নিয়ে হামলা চালিয়েছে এক মহিলা। এই হামালার জেরে আহত হয়েছে ট্রেনে থাকা ৩ জন যাত্রী। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পুলিশ হামলাকারী ওই মহিলা ইতিমধ্যেই আটক করেছে।

টোকিওয় এক পুলিশি কর্মকর্তা জানিয়েছেন ট্রেনে ছুড়ি নিয়ে হামলার ঘটনা হওয়ার পরেই তাদের কাছে ফোন আসে। ফোন করে জানানো হয় টোকিওর ব্যস্ত শহরগুলির মধ্যে অন্যতমও শহর ইয়ামানোতে লুপ লাইনে এক মহিলার ছুরির আঘাতে আহত হয় ট্রেনের ৩ যাত্রী। ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়ে পরে স্টেশন চত্বরে। হামলাকারী এবং আহতদের পরিচয় পত্র সম্পর্কে মুখ খুলতে নারাজ পুলিশ। তবে আহতদের অবস্থা খুব একটা আশঙ্কাজনক নয়। চিকিৎসা চললেই তারা সুস্থ হয়ে উঠবে এমনটায় জানিয়েছে পুলিশ। এই ঘটনার পর ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি জানিয়েছে বেশ খানিকক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Free Access

Related Articles