কলকাতা
কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়নের পক্ষ থেকে কর্পোরেশনে মেয়রের কাছে ডেপুটেশন জমা করা হল
A deputation was submitted to the Mayor on behalf of the Calcutta Street Hawkers Union

The Truth Of Bengal : আজ ২০ ডিসেম্বর কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন অর্থাৎ সি আই টি ইউর পক্ষ থেকে একটি কর্পোরেশন অভিযান মেয়রের কাছে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হলো যেটি জমায়েত লেলিন মূর্তি ধর্মতলা থেকে কলকাতা কর্পোরেশন অবধি যায় এবং কলকাতা মেয়রের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।
এই কর্পোরেশন অভিযান ও ড ডেপুটেশনে জমা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুভাষ মুখার্জি সিআইটিইউ নেতা এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকেরা এই ডেপুটেশন অভিযানের মূলত দাবী হয় সব হকার কে দশ টাকার কোট পেপারে লাইসেন্সের জন্য আবেদনের সুযোগ দিতে হবে।
হকারদের উপর সমাজবিরোধী ও পুলিশের অত্যাচার বন্ধ করতে হবে এবং অবিলম্বে তাদের স্বীকৃতি দিতে হবে। কোন হকার কে উচ্ছেদ করা যাবে না তার দাবিতেই আজ কর্পোরেশন অভিযান এবং মেয়র এর কাছে ডেপুটেশন।
FREE ACCESS