
The Truth of Bengal: কলকাতার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের আজ এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে কাঁধের অস্ত্রোপ্চার । গত বৃহস্পতিবার রাতে শরীরের রক্তচাপ বেড়ে গিয়ে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাওয়াতে খিচুনি শুরু হয় মদন মিত্রের। সেই সময় তিনি বেড থেকে পড়ে যান এবং বেড থেকে পড়ে যাওয়ার সময় বেকায়দায় তিনি চোট পেয়ে তার বাঁ কাঁধ এর হার সরে যায়।
দিন দশেক আগে মাঝরাতে আচমকা তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় মদন মিত্রকে। পরের দুদিন স্থিতিশীল থাকলেও বৃহস্পতিবার গভীর রাতে মদন মিত্র ফের তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন। পরের দিন একাধিক টেস্ট করার পর ধরা পরে নিউমোনিয়া। পরবর্তীতে ভীষণ কাঁপুনি শুরু হয়। গোটা শরীর ঝাঁকিয়ে কাঁপতে থাকেন তিনি। জ্ঞানও হারান। এরপর CPR দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করা হয় তাঁকে।
কিন্তু ওই তীব্র ঝাঁকুনির জেরে কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের, এমনটাই হাসপাতাল সূত্রের খবর। শুক্রবার সকাল থেকেই কার্ডিওলজি, নেফ্রোলজিস্ট সহ মোট ১০ জন চিকিৎসকের একটি বিশেষ টিম তাঁর চিকিৎসার দায়িত্ব নেন। অক্সিজেন স্যাচুরেশন কম থাকায় তাঁকে অক্সিজেন দেওয়া হয়। পাশাপাশি স্পাইনাল কর্ডের সিটিস্ক্যান করা হয়। বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি তিনি। অস্ত্রোপ্রচারে মদন মিত্রের বাঁ কাঁধে স্টিলের পাত বসানো হবে। অস্ত্রোপ্চার পর তিনি দীর্ঘদিন রিকভারি করতে পারেন বলে চিকিৎসকরা আশঙ্কা করছেন।