কলকাতারাজনীতি

রেশন বণ্টন দুর্নীতি মামলায় চার্জশিট পেশ ইডি-র, নাম জ্যোতিপ্রিয়-বাকিবুরের

ED files charge sheet on Ration Scam

The Truth of Bengal: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ১২ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি। চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং রেশন ডিলার বাকিবুর রহমানের। ১০টি সংস্থার নামও রয়েছে ইডি-র পেশ করা চার্জশিটে। যে সংস্থাগুলির মধ্যে পাঁচটি বাকিবুর রহমানের এবং বাকি পাঁচটি জ্যোতিপ্রিয় মল্লিকের নামে নথিভুক্ত বলে ইডি সূত্রে খবর।

এই দশটি ভুয়ো সংস্থার মাধ্যমে দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে দাবি ইডি-র। ১৬২ পাতার চার্জশিটে ইডি-র তরফে দাবি করা হয়েছে, ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তবে তদন্তের শেষে এই টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে মনে করছে ইডি। এই মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।

ইডি সূত্রে খবর, তিনটি সংস্থায় বিভিন্ন সময়ে ডিরেক্টর পদে ছিলেন জ্যোতিপ্রিয়ের শ্যালক এবং শাশুড়িও আরও আত্মীয়রা। রেশন বণ্টন দুর্নীতির টাকা বৈধ করতে এই সংস্থাগুলি খোলা হয়েছিল দাবি ইডি-র। এই সংস্থাগুলির সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতিপ্রিয়-‘ঘনিষ্ঠ’ মিল মালিক বাকিবুর রহমানও। বাকিবুরকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে গত অক্টোবর মাসে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে ইডি। এই বাকিবুরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। ইডি-র পেশ করা চার্জশিটে সেই যোগসাজশের উল্লেখ আছে বলে জানা যাচ্ছে।

Free Access

Related Articles