আন্তর্জাতিক

ফিলিপিন্সে যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে,মৃতের সংখ্যা ১৭, আহত আরও…

Tragic Road Accident In The Philippines

The Truth Of Bengal: মর্মান্তিক পথ দুর্ঘটনা ফিলিপিন্সে। যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মৃত্যু হয়েছে ১৭ জন যাত্রীর। আহত আরও অনেকে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সের অ্যাণ্টিক প্রদেশে।

লাগাতার ভূমিকম্পের পর এবার ভয়াবহ সড়ক দুর্ঘটনা ফিলিপিন্সে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রী বোঝাই বাস গভীর খাদে পড়ে যায়। যার ফলে মৃত্যু হয়েছে ১৭ জনের। আহত আরও অনেক যাত্রী। তাদের সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাটি ঘটে ফিলিপিন্সের অ্যাণ্টিক প্রদেশে। বাসটি যাচ্ছিল ইলোইলো থেকে অ্যাণ্টিক প্রদেশর কুলাসিতে। বাসে থাকা যাত্রীদের মধ্যে ৪ জন ছিল বিদেশী নাগরীক। আচমকাই ব্রেক ফেল করে ৩০ মিটার নিচে গভীর খাদে পড়ে যায় বাসটি। প্রথমে নিহতের সংখ্যা ছিল ১৬ জন পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন ১ জনের মৃত্যু হয়েছে।

আহত হওয়া যাত্রীদের মধ্যে ৬ জনের অবস্থা অতন্ত্য আশঙ্কা জনক। কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের অনুমান মূলত যান্ত্রিক ত্রুটির কারণে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়ানক দুর্ঘটনাটি ঘটেছে। তবে এই পাহাড়ি রাস্তা দুর্ঘটনা প্রবণ বলেই জানিয়েছে পুলিশ।

Free Access

Related Articles