খেলা

ফাটল নাক, চোখ ফুলে ঢোল ,বিরাটের একী অবস্থা!

Virat Kohli

The Truth of Bengal: বিরাট কোহলি শুধুমাত্র ভারতীয় দলের একজন ক্রিকেটার নন, তিনি নতুন প্রজন্মের কাছে একজন আদর্শ রোল মডেলও। তাকে সবসময় ফলো করেন তরুণ প্রজন্মের একা একাংশ। সেই কোহলির এবার যে ছবি সামনে এল তাতে ঘাবড়ে গেছেন আমজনতা। সোশ্যাল সাইটে নিজের যে ছবি পোষ্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে চোখ মুখে কালসিটে দাগ । নাকে ব্যান্ডেড। কি হল এই খেলোয়াড়ের? বিশ্বকাপে তো দুরন্ত ফর্মে ছিলেন। বিশ্বকাপে ভারতের যে এগিয়ে যাওয়া তা তার নেপথ্যে অন্যতম রয়েছেন বিরাট কোহলি। ১০-এ ১০ করেছিল টিম ইন্ডিয়া।

সেই যাত্রার অন্যতম নায়ক ছিলেন বিরাট।  তার জন্মদিনের দিন ‘আইকন’ শচীন তেণ্ডুলকরকে ছুঁয়ে করেছিলেন একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান। সেখানেই থেমে থাকেননি। তার পর  ওয়াংখেড়  স্টেডিয়ামের সেই ম্যাচে বিরাট তাঁর একদিনের ক্রিকেটে সর্বাধিক ৫০তম শতরান করেন। সেই কারণে এবার তিনি বেশ আলোচিত হচ্ছেন। তার  সাফল্যে উদ্বেলিত হন আসমুদ্র হিমাচল। সুতরাং কোহলি এক অন্যরকম ক্রিকেট ব্যক্তিত্ব, যাঁকে এক সফল ক্রিকেট সেবকও বলা যেতে পারে।  সেই বিরাটের হলো কী ?  কেন চোখ মুখে কালসিটে দাগ ? কোনো দুর্ঘটনা ঘটলো ?

নাক দেখে মনে হচ্ছে বিশ্বকাপে হার ভোলার জন্য খেলোয়াড়রা ঘুরতে যাচ্ছেন , আবার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তার মাঝে কী বিরাট  অ্যাকসিডেন্ট করলেন ? এদিকে তার যে ছবি ভাইরাল হয়েছে সেখানে  ভিকট্রি সাইন দেখা যাচ্ছে সঙ্গে একগাল হাসি। রহস্য দানা বাঁধতেই জানা গেল এগুলো আসলে মেকআপ । বিরাট রয়েছেন সুস্থ । তার কোনো কিছু হয়নি। বিশ্বকাপের পর আর অন্যআন্য খেলোয়াড়দের মতো তিনিও রয়েছেন বিশ্রামে । থুরি কাজে রয়েছেন । এক বিজ্ঞাপন সংস্থার সঙ্গে কাজ করছেন । তার জন্যই এই মেকআপ। তিনি আসলে  বিজ্ঞাপনী সংস্থা পুমা হয়ে কাজ করছেন। পরনের টিশার্টেও  যা উল্লেখ রয়েছে ।

Related Articles