রাজ্যের খবর

রাস্তায় এদিক ওদিক ছড়িয়ে রয়েছে বিদেশী নোট,জানুন আসল কারণ

Foreign notes

The Truth of Bengal: শিলিগুড়ির বিধান মার্কেট সংলগ্ন এলাকায় রাস্তা থেকে উদ্ধার হল বিদেশী নোট। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন বিধান মার্কেট সংলগ্ন এলাকায় ডিউটিতে ছিলেন এএসআই মহম্মদ খোলিরুল ও অন্যান্য ট্রাফিক পুলিশে কর্মীরা।

সেই সময় একটি বন্ধ চায়ের দোকানের সামনে বিদেশী টাকা দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় ট্রাফিক পুলিশ কর্মীদের। এরপর ট্রাফিক পুলিশের কর্মীরা গিয়ে বিদেশী নোটগুলি উদ্ধার করে। ২৬টি ৫০ টাকার নোট ও ৭টি হাজার টাকার নোট রয়েছে।

তবে কোন দেশের নোট তা জানা যায়নি। নোট গুলি উদ্ধার করে পানিট্যাঙ্কি ফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপর পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে করেছে পুলিশ।

Related Articles