আন্তর্জাতিক

বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচন ,৭ জানুয়ারি হবে নির্বাচন

Bangladesh Election

The Truth of Bengal: এগিয়ে আসছে ভারতের লোকসভা নির্বাচনের দিনক্ষণ। ২০২৪ সালে ভারতে হবে লোকসভা নির্বাচন। এই  বছরে বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিন নিয়ে বহু দিন ধরেই নানান জল্পনা  চলছিল বাংলাদেশের রাজনৈতিক মহলে। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে ১২ তম জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করল বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশনের প্রধান কাজি হাবিবুল আউয়াল।

২০২৪ সালের শুরুতেই অর্থাৎ ৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় স্তরে ভোট গণনা অনুষ্ঠিত হবে। দিন ঘোষণার পর থেকে বাংলাদেশ রাজনৈতিক শিবিরের হাওয়া যে গরম থাকবে সেটায় মনে করছে রাজনৈতিক মহলের বিশিষ্ট জনেরা। জাতীয় নির্বাচনে নাম জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। ১ লা থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত নাম বাছায়ের প্রক্রিয়া  চলবে। ১৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন বাতিল করতে পারবেন প্রার্থীরা।

১৮ ডিসেম্বর থেকে প্রার্থীদের মধ্যে চিহ্ন বাছাইয়ের কাজ শুরু হবে। এর আগে ২০১৯ সালে হয়েছিল বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন।প্রসঙ্গত, বেশ কিছু দিন আগে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার ভাঙতে বিরোধীরা দফায় দফায় চালায় বিক্ষোভ। সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশে বেশ কিছু দিন আগে চলছিল অবরোধ কর্মসূচি। রাজনীতির এই উত্তাপ মহলের মধ্যেই জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করল বাংলাদেশ।

Related Articles