অফবিটব্যবসা

ছটে দেদার বিক্রি ঢাকি-কুলো, বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা

Chhat puja

The Truth of Bengal: শুক্রবার থেকে শুরু হল এবছরের ছটপুজো৷ পঞ্জিকা মতে ১৭ থেকে ২০ নভেম্বর ছটপুজো। উত্তর ভারতের অন্যতম বড় উৎসব হল এই ছটপুজো। সূর্য দেবতা এবং ষষ্ঠী মাতাকে উৎসর্গ করে এই পুজো করা হয় ৷ খুব কঠিন কিছু নিয়মাবলি মানতে হয় ছটপুজোয়৷ ছট পুজোর অন্যতম উপকরণ বাঁশের তৈরি ঢাকি, কুলো সহ অন্যান্য সামগ্রী। পুজর আগে দেদার বিক্রি হচ্ছে ছট পুজোর সামগ্রী। ভাল বিক্রি হওয়ায় খুশি ব্যবসায়ীরা। ডুয়ার্সের অন্যতম প্রাচীন ও বড় হাট চালসার মঙ্গলবাড়ি হাটে দেখা গেল ছটপুজোর বিকিকিনি।

পুজোর আগে কেনাকাটায় ব্যস্ত মানুষ। এই হাটে ডুয়ার্স সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা যেমন আসেন, তেমনই বিভিন্ন জায়গার ক্রেতাদেরও ভিড় থাকে নজরকাড়া। প্রতি বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক হাট বসে। হাটের দিন সকাল থেকেই দেখা গেল ব্যাপক ভিড়। ছট পুজোর সামগ্রীর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় বাঁশের তৈরি ঢাকি, কুলো। নদীর ঘাটে ছট পুজোর সামগ্রী রাখা হয় বাঁশের তৈরি কুলোয়। আর বাড়ি থেকে ছট ব্রতীরা হেঁটে মাথায় বাঁশের ঢাকি করে পুজোর সামগ্রী নিয়ে যান। ছট পুজোর আগে বাজারে চাহিদা থাকে বাঁশের তৈরি ঢাকি, কুলোর।

সেই সব সামগ্রী বিক্রি করা হারেন্দ্রনাথ রায় নামে এক ব্যবসায়ী জানান, এবছর বেশ ভালই বিক্রি হচ্ছে বাঁশের তৈরি ছটপুজোর এইসব সমগ্রী।আগে ঘরে ব্যবহার হতো বাঁশের তৈরি নানা জিনিস। তবে এখন আর তা দেখা যায় না। বাঁশের তৈরি জিনিস এখন আর দেখাই যায় না। তবে ছটপুজোর সময় বাঁশের তৈরি নানা জিনিসে ভরে যায় বাজার। কারণ এই পুজোয় বাঁশের তৈরি এইসব জিনিস ব্যবহারের বিকল্প নেই। তাই ছটপুজোর সময় বাজার ছেয়ে যায় বাঁশের তৈরি ঢাকি, কুলোয়।

Free Access

Related Articles