সাত সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা ! রেশন দুর্নীতির তদন্তে মোট আটটি জায়গায় তল্লাশি
enforcement director Raid

The Truth of Bengal: পুজোর পর ফের ময়দানে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত-সহায়কের বাড়িতে হানা ইডি-র। বৃহস্পতিবার সাতসকালে মন্ত্রীর সল্টলেকের বাড়িতে হানা দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, রেশন ‘দুর্নীতি’ মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরেই নাম উঠে এসেছে জ্যোতিপ্রিয়ের। সল্টলেকের বিসি ব্লকে পাশাপাশি দু’টি বাড়িতে বিসি ২৪৪ এবং বিসি ২৪৫ বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। পুজোর আগে পুরনিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের বিভিন্ন পুরসভা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও কামারহাটির বিধায়ক মদন মিত্রর বাড়ি হানা দেন গোয়েন্দারা। এরপর পুজো মিটতেই ময়দানে ইডি আধিকারিকরা।
জানা যাচ্ছে, রেশন দুর্নীতির তদন্তে মোট আটটি জায়গায় এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। পুরনিয়োগ মামলায় তদন্তের রেশ ধরে সম্প্রতি রেশন দুর্নীতির হদিশ পান ইডি আধিকারিকরা। গ্রেফতারও হয়েছেন নদিয়ার এক চালকলের মালিক বাকিবুর রহমান। সেই রেশন দুর্নীতির উৎস খুঁজে পেতেই এবার বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সকাল তল্লাশি অভিযান করছেন বলে খবর। এ দিন, প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত-সহায়ক অমিত দে-র বাড়িতে সকালবেলাই হাজির গোয়েন্দারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ সেখানে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। নাগেরবাজারে দু’টি ফ্ল্যাটে গিয়েছে ইডি।
সূত্রে খবর, দু’টি ফ্ল্যাটেই পালা করে অমিত। চার থেকে পাঁচজন আধিকারিকের পাশাপাশি রয়েছেন সিআফপিএফ জওয়ানও। যদিও, ফ্ল্যাটে নেই অমিত। যে আবাসনে অমিতবাবু বর্তমানে থাকেন সেখানে দু’টি ফ্ল্যাট আছে। কিন্তু দুটি ফ্ল্যাটেই তালা বন্ধ বলে জানা যাচ্ছে। তদন্তকারীদের ধারণা, রেশন বন্টনে যে হারে দুর্নীতি হয়েছে তা কোনও রেশন ডিলারের একার পক্ষে করা সম্ভব নয়। বরং এর পিছনে বিরাট চক্র কাজ করেছে। তার শিকড় বহুদূর বিস্তৃত। তৎকালীন খাদ্যমন্ত্রী এ বিষয়ে কি যুক্ত? তা জানতেই মন্ত্রীর বাড়িতে তল্লাশি বলে সূত্রের খবর।
Free Access