ভ্রমণ

অফবিট ডেসটিনেশন নয়াবস্তি

West Bengal Tourism

The Truth of Bengal: শহুরে ব্যস্ত জীবন থেকে বেড়িয়ে খোলা আকাশ এর নিচে দাঁড়িয়ে বিশুদ্ধ বাতাসে নিশ্বাস নিতে চান? চলে আসুন দার্জিলিং থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত ছোট্ট পাহাড়ি জনপদ নয়াবস্তি তে। নয়াবস্তি থেকে কাঞ্চনজঙ্ঘা কে দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে । শুধু তাই নেই পাহাড়ি এই জনপদে গেলে আপনি শুনতে পাবেন নানান ধরনের পাহাড়ি পাখিদের মিষ্টি মধুর ডাক। যে দিকেই তাকাবেন শুধুই দেখতে পাবেন চারিদিক সবুজে ভরা। হরেক রঙের ফুলের দেখা মিলবে এই ছোট্ট পাহাড়ি জনপদে। আপনি যদি ছবি তুলতে পছন্দ করেন তাহলে নয়াবস্তি আপনার জন্য হতে পারে একটি আদর্শ ছবি তোলার জায়গা।

শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘাকে কখন লাল রঙের হতে দেখেছেন? না দেখে থাকলে নয়াবস্তিতে গিয়ে সূর্য ডোবার সময় কাঞ্চনজঙ্ঘার এই অপূর্ব দৃশ্য উপভোগ করে আসুন। এছাড়াও টাইগার হিল কে একেবারে কাছে থেকে দেখতে চায়লে আপনাকে অবশ্যই যেতে হবে এই পাহাড়ি জনপদে। নয়াবস্তি মূলত শেরপা দের বসতি। বেশিরভাগ এখানে বৌদ্ধধর্মাবলম্বীর মানুষ বসবাস করে। জনপদে গেলে দেখতে পাবেন ধর্মের প্রতীক পতাকা লাগানো। এক এক ঋতুতে প্রকৃতি তার এক এক রুপ দেখায় এখানে। শহরের  চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে হয়তো ভুলেই গেছেন প্রজাপতি ডানা মেলে প্রকৃতির মাঝে উড়লে প্রাকৃতিক সৌন্দর্যের শোভা কতটা বাড়িয়ে তোলে ।

নয়াবস্তি গেলে এই দৃশ্য মন ভোরে উপভোগ করতে পারবেন। পাহাড়ি পালং শাক , ভুট্টা প্রভৃতি বিভিন্ন ফসলের চাষ দেখতে পাবেন এই পাহাড়ি অঞ্চলে। শুনে খুব মন চাইছে তো যেতে! তাহলে জেনে নিন কিভাবে যাবেন? হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে চড়ে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখানে নেমে যে কোন গাড়ি ভাড়া করে পৌঁছে যান ছোট্ট এই পাহাড়ি জনপদে। থাকার জন্য আপনি পেয়ে যাবেন হোম স্টে তাই পাহাড়ের মাঝে রাত্রে ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে শুনতে ঘুমানোর অভিজ্ঞতা টা হয়তো একটু অন্যরকম হবে

Free Access

Related Articles