রাজনীতি

১৩ সেপ্টেম্বর বসছে ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির বৈঠক! থাকতে পারেন অভিষেক

India Alliance Meeting

The Truth of Bengal: পাটনায় বিজেপি বিরোধী বৈঠকের প্রথম সূচনা হয়েছিল। তারপর থেকে অনেক জল গড়িয়েছে। পরবর্তী বেঙ্গালুরু ও মুম্বই বৈঠকে যা দেখা গিয়েছে, তা অভাবনীয়। ক্রমেই বিরোধী জোট ইন্ডিয়া যে শক্তিশালী হচ্ছে, তার নির্যাস ধরা পড়েছে।

আসন বণ্টনসহ আঞ্চলিক দলগুলির সমন্বয় রক্ষার জন্য একটি কো-অর্ডিনেশন কমিটি গড়া হয়েছিল, গত মুম্বই বৈঠকে। সূত্রের খবর,  আগামী ১৩ সেপ্টেম্বর দিল্লিতে আয়োজিত হতে চলেছে বিশেষ বৈঠক। এখানেই আলোচনা করবেন ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা। প্রথম বৈঠকটি হবে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP)-র প্রধান শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে।

মুম্বই বৈঠকেই জোটের ১৪ সদস্যের একটি কো-অর্ডিনেশন কমিটি গঠিত হয়েছিল। কমিটিতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসনেতা কে.সি বেণুগোপাল, এনসিপি-র শরদ পাওয়ার, ডিএমকে-র টি.আর বাল্লু, জেডি (ইউ)-এর লালন সিংসহ একাধিক নেতানেত্রী। এই কমিটি গঠন করার মূল উদ্দেশ্য নির্বাচনের রণকৌশল এবং আসন রফা নিয়ে সম্পূর্ণ রূপরেখা তৈরি করা। বিরোধী জোট সূত্রে জানা গিয়েছে, কো-অর্ডিনেশন কমিটির বৈঠকের আগের দিন সন্ধ্যায় দিল্লির মিলাপ ভবনে ‘ইন্ডিয়া’ জোটের প্রচার কমিটিরও একটি বৈঠক হবে।

Related Articles