বিনোদন

বুম্বা দা’র স্পেশাল পোস্ট! খুব শীঘ্রই আসছে বড় খবর

Prosenjit Chatterjee

The Truth of Bengal: অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee) এখন আর শুধু বাংলার সুপারস্টার নন, ইতিমধ্য়েই তাঁর পা পড়েছে মুম্বইতেও ৷ পরপর দু’টি দুরন্ত ওয়েব সিরিজে কাজও করে ফেলেছেন তিনি ৷ তার মধ্যে একটি ‘জুবিলি’, অন্যটি ‘স্কুপ’ ৷ দু’টি সিরিজেই তাঁর অভিনয় নজর কেড়ছিল সকলের। তাই অনেকেই চান বলিউডে তিনি আরও অনেক বেশি কাজ করুন ৷ তেমন কোনও সুযোগ কী আসছে, কী ইঙ্গিত দিলেন বুম্বাদা? তা নিয়েই শুরু জল্পনা।

অন্য অভিনেতা-অভিনেত্রীদের মতো প্রসেনজিৎ অবশ্য কিছু খুলে বলেননি ৷ পুরোটাই রহস্যের চাদরে ঢাকা ৷ কিন্তু তার মধ্যেও রয়েছে দু’টি স্পষ্ট ইঙ্গিত ৷ তিনি নিজে আজ যে ছবি শেয়ার করেছেন তা হয় কোনও লুক টেস্টের কিংবা কোনও ফটোশ্যুটের ৷ সাদা কালো এই ছবিতে তাঁর পরণে রয়েছে ব্লেজার আর টি শার্ট আর চোখে রয়েছে চশমা ৷ ছবিটি যে তোলা হয়েছে মুম্বইতেই তাও জানিয়ে দিয়েছেন তিনি ৷

ছবির ক্যাপশনে তিনি জানিয়েছেন, ‘খুব তাড়াতাড়ি কিছু স্পেশাল হতে চলেছে ৷’ তবে তাঁর এই ছবি দেখেই বিভিন্ন গুজব শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায় ৷ এর আগে হংসল মেহেতার ‘স্কুপ’ সিরিজে দেখা গিয়েছে প্রসেনজিতকে ৷ এখানে তিনি অভিনয় করেছিলেন সাংবাদিক জয়দেব সেনের ভূমিকায় ৷ তার আগে বিক্রমাদিত্য মোটওয়ানির ‘জুবিলি’তে প্রযোজক শ্রীকান্ত রায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি ৷ এখন বাংলায় তাঁর হাতে রয়েছে ‘দেবী চৌধুরানী’ ছবির কাজ ৷ ছবিতে শ্রাবন্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে ভবানী পাঠকের চরিত্রে ৷

Related Articles