কুকুরের পর এবার বিড়াল! বিহারে ‘ক্যাট কুমার’ নামে শংসাপত্রে আবেদন
নির্বাচন কমিশনের বিশেষ ও নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ১১টি স্বীকৃত নথির মধ্যে অন্যতম।
Truth Of Bengal: বিহারে আবারও অদ্ভুত নামে স্থায়ীভাবে বসবাসের শংসাপত্রের জন্য (রেসিডেন্সিয়াল সার্টিফিকেট) আবেদন জমা পড়ল। রোহতাস জেলায় সম্প্রতি ‘ক্যাট কুমার’ (Cat Kumar) নামে এক ব্যক্তি শংসাপত্রের আবেদন করেছেন। আরও বিস্ময়ের বিষয় – আবেদনপত্রে তাঁর বাবার নাম লেখা হয়েছে ‘ক্যাটি বস’ এবং মায়ের নাম ‘ক্যাটিয়া দেবী’। বিষয়টি নজরে আসতেই জেলা প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে। জানা গেছে, রোহতাসের জেলা ম্যাজিস্ট্রেট উদিতা সিং রাজস্ব কর্মকর্তা কৌশল প্যাটেলকে নির্দেশ দেন নাসরিগঞ্জ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে। সেইমতোই তদন্ত এগোচ্ছে।
[আরও পড়ুন: Assam: বিজেপি শাসিত অসমে নাবালিকাকে ধর্ষণ-খুন, গ্রেফতার ১]
নির্বাচন কমিশনের বিশেষ ও নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ১১টি স্বীকৃত নথির মধ্যে অন্যতম। কিন্তু এই প্রক্রিয়ায় একের পর এক অদ্ভুত নাম সামনে আসায় বিতর্ক বাড়ছে (Cat Kumar)। রোহতাসের এই ঘটনার পর জেলা শাসক উদিতা সিংহ রাজস্ব আধিকারিক কুশল পটেলকে থানায় অভিযোগ জানানোর নির্দেশ দেন। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।আবেদনপত্রে মোবাইল নম্বর, ইমেল আইডি এবং নসরিগঞ্জ ব্লকের একটি গ্রামের ঠিকানাও উল্লেখ রয়েছে। প্রশাসনের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে সরকারি কাজে বিঘ্ন ঘটানো এবং সাধারণ মানুষের কাছে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে।
[আরও পড়ুন: ৯ আগস্টের ঘটনায় কোন থানায় কোন ধারায় মামলা রুজু? জানাল কলকাতা পুলিশ]
প্রসঙ্গত, কয়েকদিন আগে পটনার মসৌড়ী আঞ্চলিক অফিস থেকে দেওয়া একটি শংসাপত্রে ‘ডগ বাবু’ নামে এক ব্যক্তিকে বাসিন্দা হিসেবে দেখানো হয়েছিল। সরকারি সিলমোহর ও রাজস্ব আধিকারিকের ডিজিটাল স্বাক্ষর থাকা ওই নথি ঘিরে তুমুল বিতর্ক হয়। এরপর ‘ডগেশ বাবু’ ও ‘ডোনাল্ড ট্রাম্প’ নামেও আবেদন জমা পড়ে। এবার সেই তালিকায় যুক্ত হল ‘ক্যাট কুমার’ (Cat Kumar)। এই ধারাবাহিক ঘটনার জেরে বিহারের প্রশাসনিক নিরাপত্তা ও নথি যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে, বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই প্রচুর বাসিন্দা শংসাপত্রের জন্য আবেদন জমা পড়ছে । আর তারমধ্যেই এবার বিড়ালের নামে বাসিন্দা শংসাপত্রের আবেদন করা হল বিহারে।






