কলকাতা
আজ কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Chief Minister to inaugurate Kalighat Skywalk today

Truth Of Bengal: বাংলা নববর্ষের উপহার হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে তুলে দেবেন কালীঘাট স্কাইওয়াক। দক্ষিণেশ্বর স্কাইওয়াক উদ্বোধনের সময় কাভি কাটে এমন ধরনের স্কাইওয়াক তৈরি হবে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেটাই উদ্বোধন হতে যাচ্ছে সোমবার। রাজ্য সরকারের পক্ষ থেকে ১২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই স্কাইওয়াক তৈরির জন্য। প্রায় সাড়ে চারশো মিটার লম্বা এবং ১০ মিটার চওড়া এই স্কাইওয়াকের কাজ ২০২১ সাল থেকে শুরু হয়। এসপি মুখার্জী রোড থেকে সরাসরি কালীঘাট মন্দিরে চলে যাওয়া যাবে এই স্কাইওয়াকের মাধ্যমে।