আন্তর্জাতিক

আমেরিকাজুড়ে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ, রাজপথে হাজার হাজার মানুষ

Thousands take to streets in anti-Trump protests across US

Truth of Bengal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার নানা শহরে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলস, হিউস্টন— সর্বত্রই রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা অংশ নিচ্ছেন ‘হ্যান্ডস অফ’ নামে এক প্রতিবাদ আন্দোলনে।

মার্কিন মুলুকের ১২০০-রও বেশি জায়গায় এই প্রতিবাদ দেখা গেছে। প্রায় দেড়শোটি সংগঠন এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। এর মধ্যে রয়েছে মানবাধিকার সংস্থা, LGBTQ+ আন্দোলনের কর্মী, শ্রমিক ইউনিয়ন প্রভৃতি। তাঁদের সকলেরই দাবি— “আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার হারাচ্ছি।” প্রতিবাদকারীরা বলছেন, “ট্রাম্প একজন উন্মাদ। তিনি আমাদের বিশ্বব্যাপী মন্দার দিকে ঠেলে দিচ্ছেন।”

বিক্ষোভ এতটাই বড় আকার নিয়েছে যে হোয়াইট হাউসকে ট্রাম্পের পক্ষ নিয়ে বিবৃতি দিতে হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সরকারি বিমার সুবিধা রক্ষা করবেন। কিন্তু ডেমোক্র্যাটরা অবৈধ অভিবাসীদের এসব সুবিধা দিতে চাইছে, যা সরকারের প্রকল্প ও প্রবীণ নাগরিকদের ক্ষতি করবে।

গত জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন ট্রাম্প। অভিবাসীদের ফেরানো ও শুল্কনীতি-সহ একের পর এক সিদ্ধান্তে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে।

শুল্ক যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কায় মার্কিন নাগরিকদের দোকানে দোকানে ব্যাগ ভর্তি করে জিনিসপত্র কিনতে দেখা যাচ্ছে। আগাম মজুত করে রাখছেন অনেকেই, যাতে ভবিষ্যতে সমস্যায় না পড়তে হয়।

ট্রাম্প-বিরোধী মিছিলে অনেককে বলতে শোনা গেছে, “আমেরিকায় নতুন ফ্যাসিবাদ শুরু হয়েছে, আমরা তার বিরোধিতা করছি।” শুধু ট্রাম্প নয়, এলন মাস্কের বিরুদ্ধেও ক্ষোভ জানিয়েছেন অনেকে। তাঁদের স্লোগান, “আমেরিকায় ফ্যাসিবাদ চলবে না।”

সব মিলিয়ে গোটা আমেরিকায় এই আন্দোলন ট্রাম্প প্রশাসনের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে।

Related Articles