দেশ

সীমান্ত পেরিয়ে পাক সেনার প্রবেশ! ভারতের জবাবী হামলায় মৃত্যু ৫ অনুপ্রবেশকারীর

Pakistani troops cross border, 5 infiltrators killed in Indian retaliatory fire

Truth Of Bengal: আবারও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। পাক সেনার বিরুদ্ধে এলোপাথরি গুলি চালানোর অভিযোগ। পুঞ্চের কৃষ্ণঘাটি এলাকাতে ঘটে এই ঘটনা। ভারতের তরফ থেকেও এই হামলার পাল্টা জবাবি হামলায় ৪-৫জন অনুপ্রবেশকারী ও পাক সেনার মৃত্যু হয়েছে বলে জানা যায়। একইসঙ্গে পাক সেনার একাধিক বাঙ্কার ধ্বংস করা হয় বলেও জানা যায়।

সেনা সূত্রে জানা যায়, কৃষ্ণঘাটি মঙ্গলবার প্রায় সারাদিন উত্তপ্ত ছিল গুলির লড়াইতে। বেশকিছু জঙ্গি সেই অঞ্চল দিয়েই অনুপ্রবেশের চেষ্টা চালায় বলপে জানা যায়। পাকিস্তানী সেনারা জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দিতে, সীমান্ত লক্ষ্য করে শুরু করে গুলি চালানো। তবে নাঙ্গি টেকরি ব্যাটেলিয়নের জওয়ানদের তরফ থেকে সেই গুলি বর্ষণের পাল্টা জবাব দেওয়া হয়। ভারতীয় সেনার তরফ থেকে অনুপ্রবেশকারীদেরকে লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি কড়া জবাব দেওয়া হয় পাক সেনাকে।

সূত্রের খবর, পা্লটা জবাব দিতে গিয়ে পাকিস্তানি বাঙ্কার গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেইসঙ্গে দাবি করা হচ্ছে, মৃত্যু হয়েছে প্রায় ৪-৫ জন পাকসেনা ও অনুপ্রবেশকারীদের। যদিও এই বিষয়ে সেনার তরফ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

প্রসঙ্গত, বিগত দুমাসে পাকিস্তানের বিরুদ্ধে একাধিকবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙঘনের অভিযোগ উঠেছে। সেইসঙ্গে অত্যন্ত পরিমানে অনুপ্রবেশের চেষ্টাও বেড়েছে বলে খবর। তবে এই সমস্ত পরিস্থিতিই কড়া হাতে নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করছে ভারতীয় সেনা। শনিবারের অভিযানেই দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা যায়। উদ্ধার হয় প্রচুর পরিমানে বিস্ফোরক। তবে শুক্রবারের অভিযানে দুই জঙ্গির নিকেশ হবওয়ার পাশাপাশি চার পুলিশকর্মীর মৃত্যুর খবর পাওয়া যায়।

Related Articles