কলকাতা

সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা দমদমে, উদ্ধার ঝুলন্ত দেহ

Sensational incident in Dumdum at 7 am, hanging body recovered

Truth Of Bengal : চাঞ্চল্যকর ঘটনা দমদমে। সাত সকালেই উদ্ধার ঝুলন্ত দেহ। দমদম স্টেশন থেকে কিছুটা দুরেই উদ্ধার করা হয়েছে এই দেহ বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে সকাল ৬ টা নাগাদ থেকেই দেহটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। তবে ঝুলন্ত দেহটি কার? কেউ খুন করে সেখানে দেহ ঝুলিয়ে গেছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য, সেই সব বিষয় জানার চেষ্টা না করেই, সেই ঝুলন্ত দেহ কোন থানার সেই নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব।

দমদমের যে জায়গায় ওই ঝুলন্ত দেহ দেখা গেছে সেই জায়গা কোন থানার আওতায় পড়ে সেই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব, এমনই দাবি স্থানীয়দের। ওই অঞ্চল সিথি থানা, দমদম জিআরপি, না দমদম থানার অন্তর্গত সেই নিয়ে ধোঁয়াশা থাকার দরুন গাছ থেকে সেই ঝুলন্ত দেহ দীর্ঘক্ষণ ধরে নামান হয়নি বলে অভিযোগ করে স্থানীয়রা। পরে ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় কিছু পুলিশকর্মী। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই ব্যাক্তি আত্মহত্যা করেছে। তবে তাকে খুন করে গাছের ডালের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টিও একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

Related Articles