কলকাতা

সরকারি জমির বেআইনি দখলদারির বিরুদ্ধে পদক্ষেপ করবে রাজ্য সরকার: ফিরহাদ হাকিম

State government will take action against illegal encroachment of government land: Firhad Hakim

Truth Of Bengal: জয় চক্রবর্তী: বেআইনিভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে সরকার কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে এবং আগামী সময় করবে। বিধানসভা অধিবেশনে জানিয়ে দিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বাজেট সংক্রান্ত অধিবেশন চলছে বিধানসভায়।

উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক শংকর ঘোষ প্রশ্ন করেন, বেআইনি দখলদারির বিরুদ্ধে রাজ্য সরকারের কি অভিমত। পাশাপাশি প্রশ্ন করেছিলেন, যাদের বেআইনি দখলদারি তাদের ঘুর পথে আইনি প্রক্রিয়ায় ফেলা হবে কিনা।

ফিরহাদ হাকিম পরিষ্কার বলেন, ১ ইঞ্চি জমিও অকশন এবং মন্ত্রিসভার বৈঠকে সবুজ সংকেত ব্যতীত দেওয়া যাবে না। এটাই বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের জমি সংক্রান্ত আইন রয়েছে। সুতরাং বেআইনি দখলদারির বিরুদ্ধে রাজ্য সরকার কলা পদক্ষেপ নেবে।

Related Articles