মর্মান্তিক দুর্ঘটনা, লরির রেষারেষির জেরে প্রাণ গেল বাইক আরোহীর
one Biker dead in park circus accident

Truth Of Bengal: সাতসকালে ফের কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল বাইক আরোহীর। মঙ্গলবার সকালে পার্ক সার্কাসের কাছে ঘটে দুর্ঘটনাটি। নিহত ব্যক্তির এখন পরিচয় সামনে আসেনি। ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় মারফত জানা গিয়েছে, এদিন পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজ থেকে সেভেন পয়েন্টের দিকে যাবার সময় একটি লরি রেষারেষি করে। আর তাতেই এক বাইক চালককে ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলে প্রাণ হারান বাইক চালক। এরপরেই লরিটি পালিয়ে যায়।
তবে শেষ পর্যন্ত পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট থেকে কলকাতা ট্রাফিক পুলিশের সার্জেন্ট লরিটিকে ধরে ফেলে। বর্তমানে বেনিয়াপুকুর থানায় রয়েছে ঘাতক লরি ড্রাইভার এবং লরিটি। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। বলা বাহুল্য, চলতি মাসেই পিকনিক গার্ডেন-বাবুঘাটগামী বাসে বিপত্তি ঘটেছিল। পার্ক সার্কাসের কাছে টায়ার ফেটে যায় বাসের। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা বাসটি । তাতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত ২। এরপর এদিন একই জায়গায় ঘটল দুর্ঘটনাটি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এদিন দুর্ঘটনার কারণ নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।