কলকাতা

সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক ঝুপড়ি

Devastating fire at Santoshpur station, multiple huts burnt to ashes

Truth Of Bengal: রবিবার সকাল সওয়া ৭টা নাগাদ সন্তোষপুর স্টেশনের একাংশে হঠাৎই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে স্টেশন সংলগ্ন ঝুপড়িগুলিতে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন, চলছে আগুন নেভানোর যুদ্ধকালীন তৎপরতা।

রবিবার হওয়ায় স্টেশনে যাত্রী সংখ্যা তুলনামূলক কম থাকলেও হালকা ভিড় ছিল। আগুন লাগতেই যাত্রীরা আতঙ্কে স্টেশন ছেড়ে পালাতে থাকেন। খবর দেওয়া হয় দমকলে, তবে ইঞ্জিন পৌঁছনোর আগেই আগুন ভয়াবহ রূপ নেয়। দমকল সূত্রে জানা গেছে, অন্তত ১৫টি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এমনিতেই এই লাইনে ট্রেনের সংখ্যা কম, তার উপর আগুন লাগার কারণে পরিষেবা প্রায় স্তব্ধ হয়ে যায়। যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন এবং বিকল্প হিসেবে সড়কপথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

রেলের তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

Related Articles