জেডি বিড়লা ইনস্টিটিউট-এ ডিগ্রি প্রদান সমারোহ
Degree conferment ceremony at JD Birla Institute

Truth Of Bengal: বিদ্যামন্দির সোসাইটির অন্তর্গত যাদবপুর বিশ্ববিদ্যালয় অধিভুক্ত জেডি বিড়লা ইনস্টিটিউট-এর স্নাতক ও স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের ডিগ্রি প্রদান সমারোহ অনুষ্ঠিত হল।
তাদের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভাস্কর গুপ্ত, বিআইটি এস পিলানী ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক সৌভিক ভট্টাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক অমিতাভ দত্ত, জেডি বিড়লা ইনস্টিটিউট-এর পরিচলন সমিতির সভাপতি সুমঙ্গলা বিড়লা, প্রিন্সিপাল অধ্যাপক দিপালী সিংঘি, মেজর জেনারেল ভি এন চতুর্বেদী প্রমূখ।
বিজ্ঞান, বাণিজ্য ও ম্যানেজমেন্ট বিভাগের ২০০১-২৪ শিক্ষাবর্ষের স্নাতক স্তরে বিবিএ, বিএসসি, বিকম এবং ২০২২-২৪ শিক্ষা বর্ষের স্নাতকোত্তর স্তরে এমএসসি, এম কম -এ মোট ৪০০ ছাত্র-ছাত্রীদের ডিগ্রি প্রদান করা হয়। প্রতিটি বিভাগে শীর্ষস্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের অসামান্য অবদানের জন্য বিশ্ববিদ্যালয় গোল্ড মেডেল এবং সুশীলা দেবী মেমোরিয়াল গোল্ড মেডেল প্রদান করে বিশেষ সম্মান জানানো হয়।