বৃষ্টির জল পড়লেই রহস্যময় ফুলের পাপড়ি হয়ে যায় স্বচ্ছ, কোথায় ফোটে রহস্যময় স্কেলিটন ফ্লাওয়ার
Mysterious flower petals turn transparent when rain falls, where does the mysterious skeleton flower bloom?

Truth Of Bengal : মৌ বসু: ১) গ্লাস ফ্লাওয়ার বা কাচ ফুল স্কেলিটন ফ্লাওয়ার হিসাবে বেশি পরিচিত
২) এর বৈজ্ঞানিক নাম Diphylleia grayi। বারবারিডেসি উদ্ভিদ পরিবারের অন্তর্ভুক্ত।
৩) মধ্য ও উত্তর জাপানের হনশু, হোক্কাইডো, মাউন্ট ডেইজেন, সাখালিন অঞ্চলে দেখা যায় এই ফুলের।
৪) বিরল প্রজাতির এই ফুল গরম ও বসন্ত কালে পাহাড়ের ঢালে একটু আর্দ্র জায়গায় সাদা ছাতার মতো গুচ্ছকারে ফুটে থাকে।
৫) অপরূপ সুন্দর ফুলের ওপর বৃষ্টির জলের ফোঁটা পড়লেই হয় রহস্যময় বদল।
৬) সাদা রঙের চার থেকে ৬টি পাপড়ি হয়। মে থেকে জুলাই পর্যন্ত ফুল ফোটে। ছয়ের দশকে জাপানি উদ্ভিদবিদ ইয়ানাগি কিমুরা এই ফুলের আবিষ্কার করেন।
৭) বৃষ্টির জল ফুলের পাপড়ির ওপর পড়লেই সাদা রঙ ধুয়ে কাচের মতো স্বচ্ছ হয়ে ওঠে।
৮) রঙ হারিয়ে কঙ্কালে পরিণত হয় বলে এই ফুলকে স্কেলিটন ফ্লাওয়ার বলা হয়। আবার জলে ধুয়ে কাচের মতো স্বচ্ছ হয়ে যায় বলে গ্লাস ফ্লাওয়ার বলা হয়।
৯) পাতলা স্তর আছে পাপড়ির কোষে। প্রচুর পরিমাণে জল থাকে। বৃষ্টি হলে কোষের জল প্রসারিত হয়ে পাপড়ি স্বচ্ছ হয়ে যায়। এই অভিযোজন ফুলকে আরও বেশি করে সূর্যালোক শোষণ করতে সাহায্য করে।
১০) বৃষ্টি না হলে বা জল শুকিয়ে গেলে আবার সাদা রঙ ফিরে আসে।