মহিষ পাচারের চেষ্টা বানচাল পুলিশের, গ্রেফতার ১
Police foil buffalo smuggling attempt, 1 arrested

Truth Of Bengal: পিঁয়াজের বস্তার আড়ালে মহিষ পাচারের চেষ্টা। শুক্রবার এমনই ঘটনা ঘটে, শিলিগুড়ি মহকুমার ডাঙ্গাপাড়া এলাকায়। এদিন ওই এলাকা থেকে ২১টি মহিষসহ একজনকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ডাঙ্গাপাড়াতে অভিযান চালায় বিধান নগর থানার পুলিশ। এরপর সেখানে একটি ১৬ চাকা পিঁয়াজ বোঝাই লরি আটক করে। যদিও প্রথমে পুলিশ ভেবেছিল পেঁয়াজ রয়েছে। এরপর ওই লরিতে তল্লাশি চালাতেই চক্ষু চরকগাছ পুলিশের। এরপর ওই লরিতে তাল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর মহিষ। এই ঘটনা দেখেই সাথে সাথেই ওই চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম এমডি তায়াব আলী (২৩)। সে উত্তর দিনাজপুর জেলার ডাল খোলার বাসিন্দা।
বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ১৬ চাকা পেঁয়াজ বোঝাই লরি থেকে ২১টি মহিষ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ওই মহিষগুলিকে বিহার থেকে নিয়ে আসা হয়েছিল আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার ধৃত ওই ব্যক্তিকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধান নগর থানার পুলিশ। পুলিশ আরও খবর, গত দুই থেকে তিন মাসে প্রায় ৫০০ এরও বেশি গরু ও মহিষ উদ্ধার হয়েছে। এবং একাধিক জনকে গ্রেফতারও করা হয়েছে। এরপরেও বারংবার পাচারের চেষ্টা করছে পাচারকারীরা। তবে একাধিক জায়গায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এবং লাগাতার অভিযান চালানো হচ্ছে।